বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

থমথমে ব্রাহ্মণবাড়িয়া

ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতি ধ্বংস মামলায় আসামি অজ্ঞাত এক হাজার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

থমথমে ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার সহিংস ঘটনার পর এখনো সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।  এদিকে রেলস্টেশনে হামলার ঘটনায় জিআরপি পুলিশ অজ্ঞাত অন্তত এক হাজার ব্যক্তিকে আসামি করে মামলা করেছে। ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাস্টার মো. মহিদুর রহমান বাদী হয়ে আখাউড়া রেলওয়ে থানায় এ মামলা করেন। সহিংস ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে বলে ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম এ মাসুদ জানিয়েছেন। মাদ্রাসা ছাত্র নিহত ও মসজিদ মাদ্রাসা ভাঙচুরের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে মাদ্রাসার একটি সূত্র জানিয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার ছাত্র নিহত, মাদ্রাসা ভাঙচুরসহ সার্বিক বিষয় তদন্ত শুরু হয়েছে। পুলিশ সদর দফতরে গঠিত তদন্ত কমিটির প্রধান গতকাল জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ও হেফজখানা পরিদর্শন করেছেন। ঘটনার সময় দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। জেলা পুলিশ অফিসে এ সাক্ষ্য গ্রহণ হয়। মাদ্রাসার শিক্ষক-ছাত্রদের সাক্ষ্য নেওয়া হয়েছে। আজ রাত ১২টার মধ্যে তদন্ত কাজ শেষে প্রতিবেদন দেওয়া হবে বলে একটি সূত্র জানিয়েছে।

এদিকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন গতকাল সকালে দি আলাউদ্দিন সংগীতাঙ্গন, ইন্ডাস্ট্রিয়েল স্কুল প্রাঙ্গণসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন। র্যাব বিজিবি ও পুলিশ কর্মকর্তারাও ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন। পূর্বাঞ্চলীয় জোনের জিএম মকবুল হোসেন ক্ষয়ক্ষতি নিরূপণ করতে রেলস্টেশন পরির্দশন করেছেন। এদিকে হাফেজ মাসুদুর রহমানের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট তাণ্ডবের সঙ্গে বিএনপি-জামায়াত ও জঙ্গিবাদীরাই জড়িত বলে দাবি করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে জেলা আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।

সর্বশেষ খবর