বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
এইচআরডব্লিউর প্রতিবেদন

সরকার ক্রমেই কর্তৃত্ববাদী হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বাংলাদেশে স্বাধীনভাবে মতপ্রকাশে কঠোর নিয়ন্ত্রণ চলছে। চরমপন্থিরা ব্লগার ও বিদেশি নাগরিক হত্যা করেছে। আর সরকার আদালত অবমাননার মামলা কিংবা অস্পষ্ট আইনে বিচারের মাধ্যমে গণমাধ্যম ও নাগরিক সমাজের ওপর আক্রমণ করেছে। হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ২০১৫ সালে পৃথিবীর বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তৈরি করা হয়েছে এ প্রতিবেদন। গতকাল ৬৫৯ পৃষ্ঠার প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে বলা হয়, সরকার ক্রমবর্ধমান হারে কর্তৃত্বপরায়ণ হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরোধী রাজনীতিবিদদের গ্রেফতার করে বিভিন্ন মামলা দায়ের করছে। নির্যাতন, হত্যা ও গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিবেদনে বলা হয়, সুশীলসমাজ ও গণমাধ্যম কঠিন পরিস্থিতিতে রয়েছে। যুদ্ধাপরাধের বিচার নিয়ে প্রশ্ন তোলার দায়ে বিচারের সম্মুখীন হতে হয় এক সাংবাদিককে। তার পক্ষে সমর্থন দেওয়ায় ৪৯ জনকে বিচারের মুখোমুখি করা হয়েছে। সরকারের সমালোচনাকারী গণমাধ্যমগুলো বন্ধ করা অব্যাহত রয়েছে, সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডাম বলেন, বাংলাদেশের পার্লামেন্টে কোনো কার্যকর বিরোধী দল নেই, কারণ প্রধান দলগুলো নির্বাচনে অংশ নেয়নি। কিন্তু এখন মনে হচ্ছে, সরকার সংসদের বাইরের সব ধরনের বিরোধীকণ্ঠ বন্ধ করতে বদ্ধপরিকর। তিনি বলেন, এটি খুবই ভয়াবহ, যখন ব্লগারদের হত্যা করা হচ্ছে, তখন সরকার শুধু সেলফ-সেন্সরশিপের উপদেশ দিচ্ছে।

সর্বশেষ খবর