শিরোনাম
শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার প্রয়োজন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার প্রয়োজন

বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের ওপর গুরুত্ব দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অষ্টম পুনর্মিলনী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। পুনর্মিলনী উপলক্ষে সকাল থেকেই বিভাগের সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে পুরো ক্যাম্পাস। সকাল ১০টায় টিএসসি প্রাঙ্গণে পুনর্মিলনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন। পরে টিএসসি মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন বিভাগের চেয়ারম্যান ও অ্যালামনাইয়ের সভাপতি অধ্যাপক প্রদীপ কুমার রায়, কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আখতারুজ্জামান, অনারারি অধ্যাপক আমিনুল ইসলাম, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা লুত্ফর রহমান। অনুষ্ঠানে বিভাগের সাবেক শিক্ষার্থী অধ্যাপক এম আনিসুর রহমান, অধ্যাপক এ কে এম আবু বকর সিদ্দিক, অধ্যাপক এ কে এম শামসুদ্দিন, অধ্যাপক হাসনা বেগম এবং অধ্যাপক আজিজা আক্তার খাতুনকে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান বিচারপতি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমে প্রযুক্তিভিত্তিক সুযোগ-সুবিধা সময়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। শুধু ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকলেই হবে না, তা হওয়া উচিত উচ্চ গতিসম্পন্ন। ই-বুক, ই-টেক্সট বুক, ই-জার্নাল, দেশীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধের সুযোগ-সুবিধা নিশ্চিত করা আবশ্যক। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্য বিশ্ববিদ্যালয়গুলো বিজ্ঞান গবেষণায় অধিকতর প্রচেষ্টা অব্যাহত রাখবে। বিশ্ববিদ্যালয়গুলো গুণগত শিক্ষা বিস্তারের মাধ্যমে একটি সমৃদ্ধ দেশ বিনির্মাণে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখবে। আর ছাত্রবান্ধব শিক্ষকদের পদভারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভরে উঠবে এবং জাতির অগ্রগতিতে শিক্ষকরা কার্যকর ভূমিকা রাখবে। মানব সভ্যতা বিকাশে মানুষের সামগ্রিক উন্নতিতে দর্শনের ভূমিকা অপরিসীম। মানব অভিজ্ঞতার এমন কোনো দিক নেই যা দর্শনের বাইরে পড়ে। দর্শনের জ্ঞান থাকলে মানুষ সহজাত প্রবৃত্তি থেকে আইন মানে ও আইন মান্যকারী হয়। দর্শন ও আইনের মধ্যে সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। কেননা আইনের ভিত্তি অনেকাংশে দর্শনের ভিত্তির ওপর নির্ভরশীল। গণতন্ত্রের বিকাশ এবং রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে দর্শনের ভূমিকা কোনো দিক থেকেই কম নয়। এ কথা অস্বীকার করার সুযোগ নেই যে ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করেছে। বাংলা ভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়ায় এ ভূ-খণ্ডের মানুষ হয়েছে পরম সম্মানিত।

সর্বশেষ খবর