সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ফখরুলসহ ৯৩ জনের বিরুদ্ধে চার্জশিট

আদালত প্রতিবেদক

রাজধানীর পল্টন থানার নাশকতার দুই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯৩ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। অভিযোগপত্রে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থসহ তিনজনকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে। এ বিষয়ে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন সাংবাদিকদের জানান, অভিযোগপত্র দাখিল করার পরে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে উপস্থাপন করা হয়। পরে হাকিম ধার্য তরিখ অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির নির্দেশ দেন। একটি মামলায় (মামলা নম্বর ৩(১)১৫) মির্জা ফখরুলসহ ৪০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আবদুল আওয়াল মিন্টু, জয়নুল আবদিন ফারুকসহ ২২ আসামিকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৫ সালের ৪ জানুয়ারি পুরানা পল্টনে আজাদ প্রোডাক্টসের সামনে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটান আসামিরা। আরেকটি মামলায় (মামলা নম্বর ৫(১)১৫) মির্জা ফখরুলসহ ৫৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক ও দণ্ডবিধি আইনে আলাদা দুটি অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলায়ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, জয়নুল আবদিন ফারুক, আবদুল আওয়াল মিন্টুসহ ২৩ জনকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি পল্টনের ফকিরাপুল হোটেল বকশির সামনে পুলিশ কনস্টেবলের মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করা হয়। এদিকে পল্টন থানায় নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২০ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। গতকাল আসামি পক্ষের সময় আবেদনের কারণে ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ সেখ এ আদেশ দেন। এর আগে ২০১৩ সালের ১২ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানায় মামলা করে পুলিশ। পরে ১৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

সর্বশেষ খবর