শিরোনাম
বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

আইএফজের গভীর উদ্বেগ

মাহফুজ আনামের বিরুদ্ধে আরও ২১ মামলা

প্রতিদিন ডেস্ক

ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’ সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে প্রায় অর্ধশত মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে      ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে)। সাংবাদিকদের এই আন্তর্জাতিক সংগঠনটি গতকাল এক বিবৃতিতে বলেছে, মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা   বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার ওপর পরিষ্কারভাবে ভয়ভীতি প্রদর্শনের শামিল। রাজনৈতিক সংকটের সময় জনস্বার্থে সংবাদ প্রকাশের ফলে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে হয়রানির কারণে আইএফজে অত্যন্ত উদ্বিগ্ন। এদিকে গতকালও দেশের বিভিন্ন স্থানে মাহফুজ আনামের বিরুদ্ধে ২১টি মামলা দায়ের হয়েছে।

আইএফজে বিবৃতিতে উল্লেখ করে, সারা দেশে তার বিরুদ্ধে বিপুলসংখ্যক মামলা দায়ের এ ইঙ্গিতই বহন করে যে, এটা দেশের জ্যেষ্ঠ একজন সম্পাদক এবং শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রকে হয়রানি করতে আক্রমণাত্মক রাজনৈতিক চেষ্টা।

মাহফুজ আনামের বিরুদ্ধে মামলাগুলোর বাদী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, এর অঙ্গ-সহযোগী ও সমমনা সংগঠনের নেতা ও আইনজীবীরা। এসব মামলার কোনোটা মানহানির অভিযোগে, কোনোটা রাষ্ট্রদ্রোহের অভিযোগে, আবার কোথাও কোথাও মানহানির পাশাপাশি রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। মাহফুজ আনামের বিরুদ্ধে করা বেশির ভাগ মামলার অভিযোগ প্রায় একই রকম। ৪ ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এক-এগারোর সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতির প্রসঙ্গ উল্লেখ করে মাহফুজ আনাম তার পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন। জাতীয় সংসদে কয়েকজন সদস্য ডেইলি স্টার বন্ধ এবং মাহফুজ আনামের পদত্যাগ ও বিচার দাবি করেন। এর পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে।

আইএফজে ছাড়াও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এক যৌথ বিবৃতিতে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা দায়েরে উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন স্থান থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—  নারায়ণগঞ্জ : ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালত। গতকাল জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক মহসিন মিয়া বাদী হয়ে মামলাটি করেন। শুনানি শেষে আদালত মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পাবনা : মাহফুজ আনামের বিরুদ্ধে গতকাল মানহানি মামলা করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লাল। পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালত-১ এ মামলা করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে পাবনা সদর থানায় তদন্তের জন্য প্রেরণ করেছেন। কুষ্টিয়া : গত সোমবার কুষ্টিয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার শুনানি গতকাল অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে ঊর্ধ্বতন মুখ্য বিচারিক হাকিম সাজেদুর রহমানের আদালত দ্রুত সময়ের মধ্যে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কুষ্টিয়া সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। বাগেরহাট : মাহফুজ আনামের নামে গতকাল বাগেরহাটে ১০ হাজার কোটি টাকার মানহানিসহ রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদের আদালতে এ মামলাটি করেন জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন। মামলার পর পরই জেলা ছাত্রলীগ মাহফুজ আনামের গ্রেফতার ও বিচার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে। কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের আদালতে গতকাল মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ১০০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হেলালুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাউল আকবর মামলাটি আমলে নিয়ে আগামী ৯ মার্চ পত্রিকার সংশ্লিষ্ট কপি আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছেন। যশোর : মানহানি ও রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে মাহফুজ আনামের বিরুদ্ধে গতকাল যশোরের আদালতে দুটি পিটিশন মামলা হয়েছে। মামলা দুটি করেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কবির এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। কুমিল্লা : কুমিল্লার আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির আরও দুটি মামলা হয়েছে। গতকাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালত ও  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলি আদালতে মামলা দুটি করা হয়। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন বাদী হয়ে মামলা দুটি করেন। তারিকুল ইসলাম নয়নের করা মামলাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলি আদালতের বিচারক শুভ্রা চক্রবর্তী আমলে নিয়ে জেলা তথ্য অফিসারকে তদন্ত করে ২৭ মার্চের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। মেহেরপুর : মেহেরপুর জেলা স্বেচ্ছা সেবক লীগের আহ্বায়ক আরিফুল ইসলাম বকুল গতকাল মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি ও রাষ্ট্রদ্রোহীতার মামলা করেছেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করা হয়। বরিশাল : বরিশালে গতকাল মাহফুজ আনামের বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানহানির পৃথক দুটি মামলা হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যুবলীগ নেতা আইনজীবী কাইয়ুম খান কায়সার এবং আরেক যুবলীগ আইনজীবী নেতা রফিকুল ইসলাম খোকন বাদী হয়ে মামলা দুটি করেন। শেরপুর : মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে শেরপুরে মামলা করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ারুল হাসান উত্পল। গতকাল মুখ্য বিচারিক হাকিম (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) সাইফুর রহমানের আদালতে দণ্ডবিধির ১২৩(ক)/১২৪(ক) ধারায় এ মামলাটি করা হয়। লালমনিরহাট : লালমনিরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এর বিচারক মেহেদী হাসান মণ্ডলের আদালতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরিফুল ইসলাম রাজু ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন। ঝালকাঠি : গতকাল ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও এজিপি অ্যাডভোকেট বনি আমিন বাকলাই বাদী হয়ে ঝালকাঠি সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে একটি মানহানি মামলা করেছেন। আদালতের বিচারক জাহেদ আহমেদ অভিযোগ গ্রহণ করে ঝালকাঠি জেলা তথ্য অফিসারকে তদন্ত করে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মানিকগঞ্জ : গতকাল মানিকগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ মাহফুজ আনামের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। মামলাটি করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম খান। এছাড়াও সাতক্ষীরা, কিশোরগঞ্জ, নরসিংদী, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মেহেরপুরে একটি মানহানির মামলা দায়ের হয়েছে।

ঠাকুরগাঁওয়ে মানববন্ধন : মাহফুজ আনামের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গতকাল ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে সংবাদ পাঠক ফোরাম ঠাকুরগাঁও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর