শিরোনাম
বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা
ধর্ম অবমাননার অভিযোগ

ব-দ্বীপ প্রকাশনীর মালিকসহ তিন জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ব-দ্বীপ প্রকাশনীর স্বত্বাধিকারী শামসুজ্জোহা মানিকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দুজন হলেন স্টল পরিচালনাকারী শামসুল আলম চঞ্চল ও মুদ্রণপ্রতিষ্ঠান শব্দকলি প্রিন্টার্সের মালিক ফকির তসলিম উদ্দিন কাজল। ‘ইসলাম বিতর্ক’ নামক ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন বই অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশের অভিযোগে সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গতকাল বিকালে এ বিষয়ে শাহবাগ থানায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শাহবাগ থানার এসআই মাসুদ রানা ওই তিনজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে শাহবাগ থানায় একটি মামলা করেছেন। গতকাল আসামিদের ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরীর আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত শামসুজ্জোহা মানিকের পাঁচ দিন, ফকির তসলিম উদ্দিন কাজলের দুই দিন ও শামসুল আলম চঞ্চলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে জানতে পেরে স্টলে অভিযান চালানো হয়। শামসুজ্জোহা মানিক সম্পাদিত ‘ইসলামের বিতর্ক’ শিরোনামের সংকলন গ্রন্থটিতে মহানবী সম্পর্কে নানা আপত্তিকর শব্দ পাই। আর সে কারণেই অমর একুশে গ্রন্থমেলার ব-দ্বীপ প্রকাশনীর (১৯১ নম্বর) স্টল বন্ধ করে দিয়েছি। একই সঙ্গে শামসুজ্জোহা মানিকের অন্যান্য বইও জব্দ করা হয়েছে। স্টল থেকে জব্দ করা হয়েছে মোট ৭১টি বই। এসব স্টাডি করে দেখা হবে। যদি সেগুলোতেও কোনো অসঙ্গতি পাই, তবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ ডিএমপির ডিসি (মিডিয়া) মারুফ হোসেন সরদার বলেন, ‘তারা বই লিখে ওয়েবসাইটেও ছেড়ে দিয়েছিল। ধর্ম অবমাননার দায়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে।’

সর্বশেষ খবর