সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের মিশিগানে বন্দুকধারীদের গুলিতে সাতজন নিহত

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিশিগানে পরপর তিনটি ঘটনায় এক বন্দুকধারীর গুলিতে সাতজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুজন। শনিবার রাতে কালামাজো শহরে নীল রঙের একটি শেভ্রলে গাড়ি নিয়ে ঘুরে ঘুরে ৪৫ বছর বয়সী ওই শ্বেতাঙ্গ বন্দুকধারী এসব হত্যাকাণ্ড ঘটায় বলে গণমাধ্যমের খবর। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পুলিশ গ্রেফতার করতে গেলে ওই ব্যক্তি বাধা দেননি। গাড়িতে তার অস্ত্রও পাওয়া গেছে।   তাকে গ্রেফতারের পর কালামাজো কাউন্টি পুলিশ এক বিবৃতিতে নাগরিকদের বলেছে, ‘বিপদ কেটে  গেছে’। অবশ্য কাউন্টির আন্ডার শেরিফ পল ম্যাটিয়াস এসব ঘটনাকে ‘বিচ্ছিন্ন হত্যাকাণ্ড’ বলেছেন। যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজের খবরে বলা হয়, শনিবার সন্ধ্যায় কালামাজো কাউন্টির একটি অ্যাপার্টমেন্ট ভবনে প্রথম ঘটনাটি ঘটে । সেখানে এক নারীকে কয়েকটি গুলি করা হয়। গুরুতর আহত ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর ঘণ্টা তিনেক পর একটি গাড়ির দোকানে তিন ব্যক্তির ওপর গুলি চালানো হয়, যাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হন। আর তৃতীয় ঘটনাটি ঘটে ক্র্যাকার ব্যারেল নামের একটি রেস্তরাঁর পার্কিং লটে। সেখানে চারজনকে গুলি করে হত্যা করা হয়। আহত একজন পরে হাসপাতালে মারা যান।

সর্বশেষ খবর