সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বিচারক সংকটে বাংলায় রায় কঠিন--প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

বিচারক সংকটে বাংলায় রায় কঠিন--প্রধান বিচারপতি

বিচারক সংকটে সব মামলার রায় বাংলায় দেওয়া কঠিন বলে মনে করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা। তিনি বলেছেন, বিচারাধীন মামলার সংখ্যা বিপুল। কিন্তু এর বিপরীতে বিচারকের সংকট রয়েছে। এ জন্য উচ্চ আদালতের সব রায় বাংলায় দেওয়া কষ্টকর। গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে এসে তিনি সাংবাদিকদের বলেন, ‘উচ্চ আদালতে মামলার সংখ্যা বেশি। বিচারকের স্বল্পতাও রয়েছে। নিয়মিত বিচারকাজ করতেই দেরি হয়। এই দীর্ঘসূত্রতা কাটাতে আমরা চেষ্টা করছি।’ এরই মধ্যে অনেক বিচারক বাংলায় বেশ কিছু রায় দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। এস কে সিনহা বলেন, একজন বিচারককে অনেক সময় দিনে ১০০ মামলার রায় ও আদেশ দিতে হয়। সবগুলো যদি আমরা বাংলাতে দিতে বলি, তাহলে সেটা কষ্টকর হয়ে যাবে। বিচারকের স্বল্পতা ছাড়াও অনেক আইন এবং দেশি-বিদেশি রেফারেন্স ইংরেজিতে হওয়ায় বাংলায় রায় দেওয়া অনেক ক্ষেত্রে জটিল হয়ে ওঠে। ১৯৭৩ সালের বাংলাদেশ সুপ্রিমকোর্ট (হাইকোর্ট বিভাগ) রুল্স-এ সুপ্রিমকোর্টে যে কোনো আবেদন ইংরেজিতে করার বিধান ছিল। সেই নিয়ম সংশোধন করে সেখানে ‘ইংরেজি অথবা বাংলায়’ আবেদন করার কথা বলা হলেও এখনো অধিকাংশ আবেদন ও নথির কাজ চলে ইংরেজিতে। প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, ইংরেজিতে রায় দেওয়াই প্রচলিত। অনেক আইনও ইংরেজিতে। দেশ ও দেশের বাইরের প্রায় সব রেফারেন্স ইংরেজিতে। এ অবস্থায় বাংলায় রায় দিতে হলে আগে জনবল সংকট কাটাতে হবে। এরপর বিষয়টি চিন্তা করা যাবে। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় হাইকোর্ট ও আপিল বিভাগের প্রায় অর্ধশত বিচারক প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন।

সর্বশেষ খবর