সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সিরিয়ায় জোড়া বোমা বিস্ফোরণ নিহত ৫৭

প্রতিদিন ডেস্ক

সিরিয়ার হোমস শহরে গতকাল দুটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৫৭ জন নিহত হয়েছে । এ ঘটনায় আহত হয়েছে আরও ১০০ জন। দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।

সিরিয়ায় পাঁচ বছরের গৃহযুদ্ধে বড় ধরনের এই প্রাণঘাতী হামলায় নিহতদের বেশিরভাগই  বেসামরিক নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তবে হোমস শহরের গভর্নরের উদ্ধৃতি দিয়ে নিহতের সংখ্যা ২৫ বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। টিভি ফুটেজে দেখা যায়, বোমা হামলার স্থলে ধ্বংসস্তূপের মধ্যে ছিন্ন-বিচ্ছিন্ন মৃতদেহ পড়ে আছে; পুড়ে যাওয়া গাড়ি ও কালো ধোঁয়ার কুণ্ডলিও দেখা গেছে। গত মাসে এই শহরেই একটি বোমা হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)। ওই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়। সরকারি বাহিনী উত্তরের আলেপ্পো শহরের আইএস নিয়ন্ত্রিত কিছু এলাকা পুনর্দখল করার পর ওই হামলা হয়। তবে এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। বিবিসি।

সর্বশেষ খবর