সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

রাষ্ট্রপতি ময়মনসিংহ-জামালপুর যাচ্ছেন

জামালপুর প্রতিনিধি

রাষ্ট্রপতি ময়মনসিংহ-জামালপুর যাচ্ছেন

জামালপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আশেক মাহমুদ কলেজের ৭০ বছর পূর্তি উৎসবে যোগ দিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ জামালপুর আসছেন। ৭০ বছর পূর্তি উৎসব ও রাষ্ট্রপতির সফর উপলক্ষে জামালপুর শহরকে সাজানো হয়েছে তিলোত্তমা সাজে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অধির আগ্রহে অপেক্ষায় আছেন রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে।

উৎসব কমিটির চেয়ারম্যান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি গতকাল এক প্রেস ব্রিফিংয়ে জানান, রাষ্ট্রপতির সফর উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ মূল অনুষ্ঠান ছাড়াও তিন দিনব্যাপী রয়েছে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, তথ্যচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন। তিনি বলেন, রাষ্ট্রপতির আগমনে কলেজটি উচ্চতর মর্যাদায় অভিষিক্ত হবে এমনটাই আশা করছে জামালপুরের মানুষ। এদিকে আমাদের ময়মনসিংহ প্রতিনিধি জানান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সপ্তম সমাবর্তনে যোগ দিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ময়মনসিংহে আসছেন আজ। রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে বিকালে ময়মনসিংহ সার্কিট হাউসে এসে পৌঁছবেন এবং সেখানে রাতযাপন করবেন। কাল বেলা ১১টায় বাকৃবিতে সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি যোগদান করবেন। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জেলা প্রশাসন ও বাকৃবি সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে গোটা নগরী। যাতায়াতের সম্ভাব্য সড়কগুলোতেও শেষ হয়েছে সংস্কারকাজ। এদিকে সমাবর্তন ঘিরে সাজ সাজ রব বিরাজ করছে বাকৃবি ক্যাম্পাসে। প্রকৃতিকন্যা খ্যাত এ ক্যাম্পাসকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

সর্বশেষ খবর