সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

কিছু কিছু বাংলা বলতে পারি

নিজস্ব প্রতিবেদক

কিছু কিছু বাংলা বলতে পারি

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বাংলা ভাষার জন্য আত্মদানকারীদের শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ‘আমি কিছু কিছু বাংলা বলতে পারি।’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে গতকাল বাংলাদেশস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা এক ভিডিওতে তিনি বাংলা ভাষায় তার এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ফেসবুক পেজে আপ করা ভিডিওতে রাষ্ট্রদূত বার্নিকাট বাংলা ভাষার জন্য শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেছেন। তাকে বলতে দেখা যায়, ‘আজ একুশে’। এরপর বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের কথা উল্লেখ করেন। ভাষা শহীদরা ‘অমর’ বলেও তিনি উল্লেখ করেন। একপর্যায়ে তিনি বলেন, ‘আমি কিছু কিছু বাংলা বলতে পারি।’ ওই ভিডিওতে দেখা যায়, ভাষা শহীদদের স্মরণে প্রথমেই বাংলায় লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে বলা হয়েছে ‘অমর একুশে’। এরপর আরও ফ্রান্স, চীন, স্পেনসহ ছয়টি দেশের ছয়টি ভাষায় একইভাবে ‘অমর একুশে’ উচ্চারণ করেছেন সে দেশের নাগরিকরা। গতকাল একুশের সকালে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়। দূতাবাসে কর্মরত ছয় ভাষাভাষীদের দিয়ে এটি প্রযোজনা করেছে বাংলাদেশের মার্কিন দূতাবাস। ভিডিওটির মন্তব্যে অনেকেই এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর