সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

মার্কিন প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পেলেন সাইফ

প্রতিদিন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পেলেন সাইফ

বাংলাদেশি বিজ্ঞানী ড. সাইফ সালাহউদ্দিন মার্কিন প্র্রেসিডেন্টের ‘প্রেসিডেন্সিয়াল আরলি ক্যারিয়ার অ্যাওয়ার্ডস ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ পুরস্কার লাভ করেছেন। বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে উদ্ভাবন এবং গবেষণায় বিশেষ কৃতিত্ব প্রদর্শনকারী তরুণ বিজ্ঞানীদের জন্য এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার। এবার মোট ১০৫ জনকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে একমাত্র বাংলাদেশি হচ্ছেন সাইফ সালাহউদ্দিন। শরীয়তপুরের সন্তান এবং বর্তমানে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কলেতে অধ্যাপনারত ড. সাইফ কম্পিউটারের লো এনার্জির মাইক্রো প্রসেসর তৈরির কাজে বিশেষ অবদান রাখায় এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, এ প্রসঙ্গে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘জলবায়ু পরিবর্তন থেকে আমাদের স্বাস্থ্য নিশ্চিত এবং সামগ্রিক উন্নয়নের যে চ্যালেঞ্জ রয়েছে তা যথাযথভাবে মোকাবিলায় গৃহীত পদক্ষেপগুলো ত্বরান্বিত করার ক্ষেত্রে এসব মেধাবী তরুণ বিজ্ঞানী গবেষণাকর্মে অবদান রাখছেন। এ জন্য আমি আমেরিকার জনসাধারণের পক্ষ থেকে এদের অভিনন্দন জানাচ্ছি। আশা করছি, দেশবাসী তথা মানবতার কল্যাণে তাদের যে আগ্রহ তা অব্যাহত রাখবে।’ জানা গেছে, এ পুরস্কার দেওয়া হবে আসছে বসন্তে। প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার তুলে দেওয়া হবে তরুণ বিজ্ঞানীদের হাতে। প্রসঙ্গত, ড. সাইফের বাবা-মা ও একমাত্র বোন থাকেন ঢাকায়। স্ত্রী তানভীন জামান বার্কলে থেকে মাস্টার্স করেছেন। তাদের দুই ছেলে রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর