বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

এশিয়া কাপে হারে শুরু টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক

রাতে ও দুপুরে ঝুম বৃষ্টি। উইকেটে সবুজ ঘাস। একাদশে চার পেসার। টস জয় ও মাশরাফির প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত! পাওয়ার প্লের ৬ ওভারে ভারতকে ব্যাকফুটে পাঠিয়ে দেওয়া! যেন টাইগারদের লেখা চিত্রনাট্যের পাণ্ডুলিপি অনুসরণ করে ম্যাচটি এগিয়ে যাচ্ছিল। কিন্তু সাকিব আল হাসানের একটি ক্যাচ মিসেই সব কিছু বদলে যায়! প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৫২ রান করেছিল ভারত। কিন্তু ২০ ওভার শেষে তাদের স্কোর ১৬৬ রান। সাকিবের ভুলে ২১ রানে নতুন জীবন পাওয়া রোহিত শর্মা খেলেন ৮৩ রানের তাণ্ডবে এক ইনিংস। এ ওপেনারই ভারতকে পৌঁছে দেন রানের পাহাড়ে! ১৬৭ রানের জয়ের টার্গেট তাড়া করতে নেমে ১২১ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। ৪৫ রানের পরাজয় দিয়েই এবারের এশিয়া কাপ মিশন শুরু হলো বাংলাদেশের। অথচ শুরুটা ছিল বাংলাদেশের জন্য স্বপ্নের মতো। ইনিংসের প্রথম ওভারের বোলিংয়ে আগুন ঝরান ‘গতিদানব’ তাসকিন! দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে উইকেট তুলে নেন আল আমিন। পঞ্চম ওভারে ভারতের দুর্গে আঘাত হানেন অধিনায়ক মাশরাফি নিজেই। পাওয়ার প্লের ৬ ওভারে শেখর ধাওয়ান ও বিরাট কোহলির মতো দুই উইকেট হারিয়ে যেন দিশাহারা হয়ে পড়ে ভারত। দলীয় ৪ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে। দুর্দান্ত এক সুইংয়ে ২ রানে ধাওয়ানকে সাজঘরে পাঠিয়ে দেন আল আমিন। ২২ রানের মাথায় মাশরাফির স্লোয়ারে বোকা বনে যান ভারতের সেরা ব্যাটসম্যান কোহলি। দলীয় ৪২ রানে মাহমুদুল্লাহর বলে বিভ্রান্ত হয়ে সুরেশ রায়নাও ড্রেসিংরুমের রাস্তা ধরেন। এর পরই বাংলাদেশের বোলিংয়ে ছন্দপতন ঘটে। তবে ব্যাটিংয়ে দেখা যায় বিবর্ণ এক দলকে (বাংলাদেশ)। মাশরাফিরা যেন টি-২০-এর ব্যাটিংই ভুলে গেছেন। এক সাব্বির রহমান (৩২ বলে ৪৪ রান) ছাড়া অন্যদের ব্যাটিং ছিল ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটের সঙ্গে একেবারেই বেমানান!

সর্বশেষ খবর