বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

মীর কাসেমের আপিলের রায় ৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক

মীর কাসেমের আপিলের রায় ৮ মার্চ

মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর আপিলের শুনানি শেষে ৮ মার্চ এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ সপ্তম দিনের মতো এ মামলার আপিল শুনানি গ্রহণ করেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আসামিপক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এবং এস এম শাহজাহান শুনানি করেন। শুনানিতে মীর কামেসের মৃত্যুদণ্ড বহাল রাখার আবেদন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তবে আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জামায়াত নেতা মীর কাসেমের খালাস চেয়েছেন।

সর্বশেষ খবর