বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

গণমাধ্যমকে চাপে রাখতেই মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা : সংহতি আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যমকে চাপে রাখতেই ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দেশজুড়ে মামলা করা হচ্ছে বলে মনে করে সংহতি আন্দোলন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী ও কেন্দ্রীয় সমন্বয় পরিষদের অন্যতম নেতা অ্যাডভোকেট আবদুস সালাম, ফিরোজ আহমেদ প্রমুখ। গতকাল এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, মাহফুজ আনামের বিরুদ্ধে সরকার এবং সরকারের পৃষ্ঠপোষকতাপ্রাপ্তরা মামলা দায়ের করছেন। এটা এদেশের গণমাধ্যমের জন্য অশনিসংকেত। এভাবে গণমাধ্যমকে চাপে ফেলে আনুগত্য আদায়ের জবরদস্তিমূলক তত্পরতা স্বৈরতান্ত্রিক শাসনেরই সুস্পষ্ট প্রকাশ। বিবৃতিতে আরও বলা হয়, সরকারের তত্পরতায় এটা পরিষ্কার যে, তারা মাহফুজ আনামের মতো একই ‘ভুল’ করা আরও সব সংবাদপত্র ও সম্পাদককে শাস্তি দিতে চায় না। বরং তারা সুনির্দিষ্টভাবে বিশেষ বিশেষ সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়। তাদের আসল বাসনা কোনো সংবাদপত্র যেন সরকারের কাজকর্মের সমালোচনা না করে। সাম্প্রতিক সময়ে একই লক্ষ্যেই পত্রিকায় বিজ্ঞাপন বন্ধে ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টির ঘটনা ঘটেছে। গণমাধ্যম কর্মীদের প্রতি সরকারের দিক থেকে সব ভয়-ভীতি চাপমুক্ত হয়ে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে যথাসম্ভব ঐক্যবদ্ধ ভূমিকা রাখারও আহ্বান জানায় সংগঠনটি।

একটি স্বাধীন ও উচ্চপদস্থ তদন্ত কমিটি করে ওই সময়ের সামগ্রিক পরিস্থিতির উদঘাটন ও সবার ভূমিকা পর্যালোচনারও দাবি জানানো হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর