রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ভারত ঝড়ে উড়ে গেল পাকিস্তান

মেজবাহ্-উল-হক

মাঠে যখন উত্তেজনার আঁচ, তখন কমেন্ট্রি বক্সের বাইরে খোশগল্পে মশগুল কপিল দেব ও শোয়েব আকতার! গল্পের বিষয়বস্তু বোঝা না গেলেও ভারত-পাকিস্তানের দুই গ্রেটকে হাস্যোজ্জ্বল দেখে অনুমান করা মোটেও কঠিন ছিল না যে, মাঠের উত্তাপ তাদের এতটুকুও স্পর্শ করেনি। তা ছাড়া কালকের ম্যাচে উত্তাপই বা ছিল কতটুকু! এটি তো অন্য আট-দশটি ‘ভারত-পাকিস্তান’ ম্যাচের মতো উত্তেজনায় ঠাসাও ছিল না। উত্তাপ যতটুকু ছিল তা পাওয়ার প্লেতেই। পরিষ্কার করে বললে, মোহাম্মদ আমিরের প্রথম তিন ওভারেই। তা ছাড়া বাকি ম্যাচটা ছিল নিরুত্তাপ ও ম্যাড়ম্যাড়ে! ২৭ বল হাতে রেখেই ৫ উইকেটের সহজ জয় তুলে নেয় ভারত। টানা দ্বিতীয় জয়ে এশিয়া কাপের ফাইনালে এক পা দিয়ে রাখলেন ধোনি-কোহলিরা।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মানেই ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং। কাল টস জিতে ধোনি প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় দুই দলের আসল লড়াইটা দ্বিতীয় ইনিংসে হওয়ার কথা ছিল! কিন্তু প্রথম ইনিংসেই ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। অতিরিক্ত চাপ নিতে গিয়ে ভারতীয় বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি পাক ব্যাটসম্যানেরা। ১৭.৩ ওভারে মাত্র ৮৩ রানেই গুটিয়ে যায়। টি-২০তে এটিই ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সর্বনিম্ন রানের লজ্জা! ১-৪, ২-২২, ৩-৩২, ৪-৩৫, ৫-৩৫, ৬-৪২, ৭-৫২ উইকেট পতনের ক্ষণ দেখলেই বোঝা যায় কাল ভারতীয় বোলারদের সামনে কতটা অসহায় ছিলেন হাফিজ-আফ্রিদিরা। ইনিংসে কোনো ছক্কা তো নেই-ই, ৪ মাত্র আটটি। সর্বোচ্চ ২৫ রান এসেছে উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদের ব্যাট থেকে এবং দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান অতিরিক্ত খাত থেকে। এ ছাড়া খুররম মনজুর করেছেন ১০। বাকিরা কেউ ২ অঙ্কের কোঠাতেই পৌঁছাতে পারেননি। মোহাম্মদ হাফিজ ৪, সারজিল খান ৭, শোয়েব মালিক ৪, উমর আকমল ৩, শহীদ আফ্রিদি ২, ওয়াহাব রিয়াজ ৪, মোহাম্মদ সামি ৮, মোহাম্মদ আমির ১ এবং শূন্য রানে অপরাজিত মোহাম্মদ ইরফান। ৮৪ রানের সহজ টার্গেটে ভারত পৌঁছে যায় ১৫.৩ ওভারেই। দিনটি পাকিস্তানের জন্য লজ্জার হলেও সেলিব্রেশন করতে পারেন মোহাম্মদ আমির। পাঁচ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দেখিয়েছেন তার ক্যারিশমা। ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৮ রান, যার ডট বল ১৮টি। তবে প্রথম ৩ ওভারে ১০ রানে রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে ও সুরেশ রায়নাকে সাজঘরে পাঠিয়ে ভারতকে শঙ্কার মধ্যে ফেলে দিয়েছিলেন। আমিরের দোর্দণ্ড প্রতাপে পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেট হারালেও ২১ রানের বেশি নিতে পারেনি ভারত। মুহূর্তের জন্য হলেও ম্যাচে এগিয়ে গিয়েছিল পাকিস্তান। কিন্তু শুরুর ধাক্কাটা কাটিয়ে বিরাট কোহলি ৫১ বলে ৪৯ রান করে ভারতকে পৌঁছে দেন জয়ের বন্দরে।

সর্বশেষ খবর