রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বৃক্ষমানবের দ্বিতীয় দফা সফল অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক

বৃক্ষমানবের দ্বিতীয় দফা সফল অস্ত্রোপচার

বিরল রোগে আক্রান্ত বৃক্ষমানব আবুল বাজনদারের ডান হাতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গতকাল বেলা সোয়া ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের দ্বিতীয় তলার ওটিতে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। তার ডান হাতের কবজির ওপরের দিকে এবং হাতের তালু অংশে অস্ত্রোপচার করা হয়েছে।

আবুলের চিকিৎসায় নয় সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. আবুল কালামের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল আবুলের দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করেন। এর আগে ২০ ফেব্রুয়ারি আবুলের ডান হাতে পাঁচটি আঙ্গুলের বর্ধিত অংশ ফেলে দেওয়া হয়। আবুল দ্রুত সেরে উঠবেন বলে তারা আশা করছেন। অস্ত্রোপচার শেষে ডা. আবুল কালাম সাংবাদিকদের বলেন, আবুলের ডান হাতের কবজির ওপরের দিকে এবং তালুর অংশে অস্ত্রোপচার করা হয়েছে। এর মধ্যে দিয়ে ডান হাতের পুরো অস্ত্রোপচার সম্পন্ন হলো। তাদের ধীরে ধীরে এগোতে হচ্ছে। আবুলের ১৩-১৫টি অস্ত্রোপচার করা হতে পারে। চিকিৎসকদের ধারণা, আবুল ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত। রোগটি ‘ট্রি-ম্যান’ (বৃক্ষমানব) সিনড্রম নামে পরিচিত। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণের কারণে এ রোগ হয়। ১০ বছর ধরে আবুল এ রোগে ভুগছেন। তার হাত ও পায়ের আঙ্গুলগুলো গাছের শিকড়ের মতো হয়ে গেছে এবং দিনে দিনে তা বাড়ছে। ডা. আবুল কালাম বলেন, আবুলের বায়োপসি পরীক্ষায় ক্যান্সারের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তারা অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আবুলের প্রথম অপারেশনের ব্যাপারে তিনি বলেন, পাঁচটি আগুলের বর্ধিত অংশ ফেলে দেওয়ার পর তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। স্বাভাবিক প্রক্রিয়ায় হাত দ্রুত ভালো হয়ে উঠছে।

সর্বশেষ খবর