রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

আপিলের রায় দেখে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

আপিলের রায় দেখে ব্যবস্থা

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের রায় দেখে ‘প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা’ সম্পর্কে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। গতকাল রাজধানীর মতিঝিলের চেম্বার ভবনে সেমিনার শেষে এ-সংক্রান্ত এক প্রশ্নে সাংবাদিকদের কাছে আইনমন্ত্রী এসব কথা বলেন। এর আগে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি মীর কাসেম আলীর আপিল শুনানিতে প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থার কার্যক্রমের প্রতি অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এরই পরিপ্রেক্ষিতে এসব কথা বললেন আইনমন্ত্রী। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) আয়োজিত ‘দ্য রোল অব সার্কো অ্যাজ অন আরবিট্রেশন সেন্টার ইন দ্য রিজন’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা নিয়ে প্রধান বিচারপতির সমালোচনা ও ক্ষোভ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতির এ কথা প্রণিধানযোগ্য। মীর কাসেম আলীর রায়ে প্রসিকিউটরদের মন্তব্যের বিষয়ে সরাসরি কিছু জানি না। খবরের কাগজের মাধ্যমে বিষয়টি নজরে এসেছে। তিনি (প্রধান বিচারপতি) কী কী বলেছেন, কেন বলেছেন, তা সম্পূর্ণ জেনে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমি বিশ্বাস করি মীর কাসেমের যে রায় আসছে, তাতে তিনি এ বিষয়টি পয়েন্ট আউট করবেন। যদি তিনি (রায়ে) তা না করেন, তাহলে আমি তার সঙ্গে বসব। আমি পুরো বিষয়টি জানার পর এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। রায় দেখে প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেব।’ বহিষ্কৃত প্রসিকিউটর মোহাম্মদ আলী প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘তাকে সাময়িক বহিষ্কার করেছি। তার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে পরবর্তী করণীয় ঠিক করা হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর