বুধবার, ২ মার্চ, ২০১৬ ০০:০০ টা
সাক্ষাৎকার : ড. কামাল হোসেন

দেশকে রুগ্ন রাজনীতি থেকে মুক্ত করতে হবে

দেশকে রুগ্ন রাজনীতি থেকে মুক্ত করতে হবে

দেশের প্রখ্যাত আইনজীবী ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, রুগ্ন রাজনীতি থেকে দেশকে মুক্ত করার জন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। সংসদকে কার্যকর করতে হবে। জবাবদিহিতামূলক সরকার গঠন করতে হবে। বিচারবিভাগের স্বাধীনতা পুরোপুরি নিশ্চিত করাও জরুরি। অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যে লক্ষে আমরা দেশকে স্বাধীন করেছিলাম, তা পূরণ হয়নি। আমি কোর্টে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছি। এখন মাঝেমধ্যে যাই। প্রধান বিচারপতিসহ বেশকিছু বিচারপতির সাহসী পদক্ষেপ আমাকে অনুপ্রাণিত করছে। বহুদলীয় গণতন্ত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলোকে জাতীয় স্বার্থে সংবিধান অনুযায়ী ভূমিকা পালন করতে হবে।

তার চেম্বারে বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত খোলা কলাম পৃষ্ঠায়

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর