বুধবার, ২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বের হবে ১/১১’র নেপথ্যে কারা

নিজস্ব প্রতিবেদক

বের হবে ১/১১’র নেপথ্যে কারা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এক-এগারোর নেপথ্যে কারা কুশীলব, কারা কারিগর, কারা মঞ্চে, কারা নেপথ্যে তা একদিন বেরিয়ে আসবে। ওয়ান-ইলেভেনের লক্ষ্য ছিল মাইনাস টু ফর্মুলা অর্থাৎ বিরাজনৈতিকীকরণ। সত্য একদিন বের হবেই। ওয়ান-ইলেভেনের মতো ঘটনা-দুর্ঘটনা নিয়ে একদিন গবেষণা হবেই। গতকাল বিকালে জাতীয় জাদুঘরে  আমরা সূর্যমুখী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেন, সেই সময় বিরাজনৈতিকীকরণের লক্ষ্য হাসিলের জন্য মঞ্চের কুশীলবদের পেছন থেকে সহযোগী হিসেবে যে রাজনীতিবিদরা সহযোগিতা করেছেন, আজ তাদের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত। রাজনীতিবিদরা যদি ভুল স্বীকার করেন তাহলে আমরা অনেক অবাঞ্ছিত সত্য উদ্ঘাটন করতে পারব। রাজনীতি যদি ঠিক হয়, রাজনীতিবিদরা যদি নৈতিকতার প্রশ্নে ঠিক থাকেন তাহলে অশুভ শক্তির যে কোনো ষড়যন্ত্র বা পাঁয়তারা কোনো দিনও সফল হবে না। বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি আবদুল বাসেত মজুমদারের সভাপতিত্বে বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, বেগম আখতার জাহান এমপি, জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের বঙ্গবন্ধুর প্রতিকৃতি উপহার দেওয়া হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনা সভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম উপস্থিত থাকলেও মঞ্চে ওঠেননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর