বুধবার, ২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

যেখানে বাধা সেখানে নতুন তফসিল চাই

নিজস্ব প্রতিবেদক

যেখানে বাধা সেখানে নতুন তফসিল চাই

বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল নোমান বলেছেন, আগের নির্বাচনগুলোর মতো ইউনিয়ন পরিষদের (ইউপি) মানুষ ভোটাধিকারের কোনো সুযোগ পাবে না। সিটি করপোরেশন এবং উপজেলা নির্বাচন যেভাবে হয়েছে আসন্ন ইউপি নির্বাচনও সেভাবেই হওয়ার আশঙ্কা রয়েছে। তাই যেখানে বাধা আসবে, সেখানেই নতুন তফসিল দিতে হবে। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ প্রমুখ। আব্দুল্লাহ্ আল নোমান বলেন, ‘দেশের ১০০ বছরের ইতিহাসে এই প্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে যা অতীতে হয়নি।’ অনেক মনোনয়নপ্রার্থীর আবেদন ছাত্রলীগ-যুবলীগ ছিনতাই করায় তারা জমা দিতে পারেননি উল্লেখ করে তিনি বলেন, যারা মনোনয়ন জমা দিতে পারেননি সেখানে নতুন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’ তিনি আরও বলেন, এই নির্বাচন কমিশন সবসময় সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। তাদের দিয়ে সুষুম নির্বাচন আশা করা যায় না। শামসুজ্জামান দুদু বলেন, ৪৪ বছর আগে গণতন্ত্রের জন্য যেমন হাহাকার ছিল, ঠিক তেমনি এখন গণতন্ত্রের জন্য দেশের মানুষ দিগ্বিদিক ছোটাছুটি করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর