বুধবার, ২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

১/১১’র কুশীলবরাই শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে : খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এক-এগারোর কুশীলবরাই শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার এক-এগারোর চেয়েও খারাপ। এ জন্য তাদেরও বিচার হবে। প্রধানমন্ত্রীর উদ্দেশে  তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এক-এগারো ষড়যন্ত্র হয়েছিল—এটি বিশ্বাস করে থাকলে “কুশীলব”দের কেন বিচারের আওতায় আনা হচ্ছে না? উনি (প্রধানমন্ত্রী) নিজে বলেছেন, মাইনাস টু ফর্মুলা। আমরা যদি সেদিন একসঙ্গে থাকতাম, তাহলে এক-এগারো অলাদের কিচ্ছু করার সাহস ছিল না। কিন্তু কিসের জন্য? ক্ষমতায় যেতে হবে, তাদের সঙ্গে আঁতাত করার জন্য। এর কোনো দরকার ছিল না।’ গতকাল রাত সাড়ে ১০টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ‘আন্দোলন-সংগ্রামে ক্ষতিগ্রস্ত’ নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফারহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বক্তব্য রাখেন। এ সময় স্থায়ী কমিটির অপর সদস্য তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি-প্রধান বলেন, ‘মাহফুজ আনাম ডেইলি স্টার সম্পাদক, না? মাহফুজ আনাম তো স্বীকারই করেছেন, কারা ওয়ান-ইলেভেনের সঙ্গে জড়িত। গুটিকয় তো এখনো দেশেই আছে। তাহলে তারা কেন এখনো বহাল তবিয়তে আছে? তারা কেন বাইরে আছে, ভেতরে নেই? তাদের কেন ধরা হয় না?’ খালেদা জিয়া বলেন, ‘তাদের (সরকার) যদি সততা থাকে, সত্যি যদি তিনি (প্রধানমন্ত্রী) এটা মিন করে থাকেন, ডিজিএফআইয়ের সেই সময়ের কর্মকর্তাদের ধরে দেখিয়ে দেবেন, প্রমাণ করে দেবেন যে তিনি (প্রধানমন্ত্রী) এটা মিন করছেন, সত্যি বলছেন।’ সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, এক-এগারো অবৈধ সরকার। সেই সময়ের কথা তিনি (প্রধানমন্ত্রী) এখন উঠিয়েছেন। তাদের (এক-এগারোর সেনা সমর্থিত ফখরুদ্দীন আহমদ) শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে গণমাধ্যমের সামনে তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বলেছেন, ‘এ সরকার আমাদের আন্দোলনের ফসল। তার মানে তিনি এটা (এক-এগারো) করিয়েছেন। কাজেই তিনি বাদ পড়তে পারেন না। এর অর্থ, তিনি (শেখ হাসিনা) গণতন্ত্রকে শেষ করে দিয়ে অবৈধভাবে অগণতান্ত্রিক সরকারের হাত ধরে ক্ষমতায় আসতে চেয়েছিলেন। তিনি (শেখ হাসিনা) তাদের সঙ্গে কাকুতি-মিনতি করে ১১ মাসে বেরিয়েছেন (জেল থেকে)।’ প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আমি যদি অন্যায় না করি, তাহলে কিসের এত ভয়? ওয়ান-ইলেভেনের পর আপনি (শেখ হাসিনা) বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠানে গিয়ে বলেছেন, “আপনারা তো আমাদেরই আন্দোলনের ফসল।” তারপর কাকুতি-মিনতি করে এগারো মাস পর জেল থেকে বেরিয়ে বিদেশে চলে গেলেন হাতে মেন্দি-টেন্দি লাগিয়ে।’ খালেদা জিয়া বলেন, ‘তিনি যেসব কাজ করেছেন, এটা ঠিক করেননি। আর আমরা ফাইট (আইনি লড়াই) করেছি। কুশীলবদের বলেছি, আমি তোমাদের কথা মানব না। দেশ ছেড়ে যেতে পারব না। কারণ আমি জনগণের সঙ্গে বেইমানি করতে পারব না।’ লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদউদ্দিন চৌধুরী সম্পর্কে তিনি বলেন, ‘তাকে অস্ট্রেলিয়ায় কে নিয়োগ দিয়েছেন এবং তিনবার মেয়াদ বৃদ্ধি করেছেন? আপনারাই (প্রধানমন্ত্রী) তো করেছেন।’

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে বেগম জিয়া বলেন, এটা নামমাত্র নির্বাচন। নির্বাচন-নির্বাচন খেলা। গণতন্ত্রকে তারা হাস্যপ্রদ করে ফেলেছে। কারণ এই সরকার জনপ্রতিনিধির রায় নিয়ে ক্ষমতায় আসেনি। তারা অবৈধভাবে সরকারে আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর