শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

দোষ স্বীকার করে জবানবন্দি দিলেন পিওটর

নিজস্ব প্রতিবেদক

দোষ স্বীকার করে জবানবন্দি দিলেন পিওটর

রাজধানীর গুলশান থানায় ক্রেডিট কার্ড জালিয়াতির ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় জার্মান নাগরিক থমাস পিওটর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। পরে তার জবানবন্দি রেকর্ড করতে আবেদন করেন মামলার তদারক কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সোহরাব মিয়া। তার আবেদনের পরিপ্রেক্ষিতে পিওতরের জবানবন্দি গ্রহণ করেন মহানগর হাকিম আতিকুর রহমান।

অন্যদিকে চলতি মাসের শুরুতে গুলশান থানায় তথ্যপ্রযুক্তি আইনে করা অপর একটি মামলায় গতকাল তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম মাহাবুবুর রহমান। তদন্ত-সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, চলতি মাসের শুরুর দিকে অর্থ জালিয়াতির ঘটনায় গুলশান থানায় সিটি ব্যাংকের ডিএমপি মাশরুর হোসেন মামলাটি করেন। ওই মামলায় ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। তবে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, ৬ ও ৭ ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন স্থানে স্থাপিত বেসরকারি তিনটি ব্যাংকের এটিএম বুথ থেকে অন্তত ২০ লাখ টাকা তুলে নেয় একটি চক্র। টাকা হাতিয়ে নিতে তারা স্কিমিং ডিভাইস বসিয়ে গ্রাহকদের গোপন তথ্য চুরি করে। এরপর ঘটনার শিকার ২১ জন সাধারণ গ্রাহক ছাড়াও সংশ্লিষ্ট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল), সিটি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক কর্তৃপক্ষের এ বিষয়ে টনক নড়ে। এ সেক্টরের কড়া নিরাপত্তা সুরক্ষায় বাংলাদেশ ব্যাংকও দ্রুত এগিয়ে আসে। ডিবির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ শাহ্জাহানের নেতৃত্বে একটি দল পিওতরসহ সিটি ব্যাংকের তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছিল।

সর্বশেষ খবর