শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ফখরুল গয়েশ্বরসহ বিএনপির ২৬ নেতাকে অব্যাহতি

সন্ত্রাসবিরোধী আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রমনা থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। গতকাল ঢাকার মহানগর দায়রা জজ কামরুল  হোসেন মোল্লা এ আদেশ  দেন। বিচারক পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে তাদের অব্যাহতি দেন। মির্জা ফখরুল ছাড়া অব্যাহতি পাওয়া অন্য নেতারা হলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা আবদুস সালাম, সালাহউদ্দিন আহম্মেদ, সাইফুল আলম নীরব, ওবাইদুল হক নাসির, মহিদুল ইসলাম হিরু, জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ ও ড. শফিকুর রহমান। এ ছাড়া মামলায় রবিউল ইসলাম নয়ন, যোবায়ের হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

২০১৪ সালের ৩ জানুয়ারি হরতাল চলাকালে অজ্ঞাতনামা ব্যক্তিরা রমনা থানার পরীবাগ মোড়ে যাত্রীবাহী বাসে বোমা মারেন। এর ফলে বাসযাত্রী শাহীনা আক্তার ও ফরিদ মিয়া মারা যান। অন্যদিকে বাসের চালক বাবুল মিয়া গুরুতর আহত হন। এ ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। পরে গত বছর ২৯ এপ্রিল ডিবির উপ-পরিদর্শক (এসআই) বাহাউদ্দিন ফারুকী ২৬ জনকে অব্যাহতির আবেদন ও ছয়জনকে অভিযুক্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি পরবর্তী সময়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরিত হয়ে আসে।

সর্বশেষ খবর