শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আজ

তাসকিন-সানিকে নিয়ে তোলপাড়

মেজবাহ্-উল হক, ধর্মশালা থেকে

তাসকিন-সানিকে নিয়ে তোলপাড়

শেষ রাতে এত ঠাণ্ডা পড়েছিল যেন তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে গিয়েছিল! কিন্তু সকালেই ধর্মশালা এক উত্তপ্ত শহর! ২৯.৫১ বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট এই পাহাড়ি শহরে দফায় দফায় মিছিল নিয়ে আসতে থাকেন তিব্বতিয়ানরা। মুহূর্তের মধ্যেই আশেপাশের এলাকা থেকে প্রায় লাখ খানেক শরণার্থী এসে তিব্বতের স্বাধীনতার দাবিতে স্লোগানে স্লোগানে যেন প্রকম্পিত করে তোলে ধর্মশালা। প্রতি বছরই ১০ মার্চ গণ অভ্যূত্থান দিবসে ধর্মশালায় এমন গণ জমায়েত হয় প্রবাসী তিব্বতিয়ানদের। তবে এই ঘটনার চেয়ে বিশ্বকাপ কাভার করতে আসা সাংবাদিকদের কাছে উত্তপ্ত বিষয় ছিল বাংলাদেশি দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার বিষয়টি। ঘটনাটি আগের রাতে জানাজানি হয়ে গেলেও নিশ্চিত হওয়া যাচ্ছিল না। কাল দুপুরে বিষয়টি আইসিসি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়ার পরই ক্রিকেটবিশ্বে তোলপাড় শুরু হয়ে যায়। সত্যি কী তাসকিন-সানির বোলিংয়ে সন্দেহ করার মতো কোনো বিষয় ছিল? তাহলে আগে কেন বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলো না? বিশ্বকাপে বাংলাদেশকে বিপদে ফেলতে এটা কোনো চক্রান্ত নয় তো? গতকাল সংবাদ সম্মেলনে এসে নানা প্রশ্নের মুখোমুখি হতে হলো বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাতুরাসিংহেকে। তাসকিন-সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের বিষয়টি কোচকেও বিস্মিত করেছে। প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর কোথায় আজ ফুরফুরে মেজাজে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার কথা! উল্টো একটা মানসিক যন্ত্রণা দিয়ে খেলতে হবে। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলেও খেলতে সমস্যা নেই দুই বোলারের। তাছাড়া আজ বাংলাদেশের একাদশে দেখা যাবে দেশের সেরা বোলার মুস্তাফিজুর রহমানকে। গতকাল ধর্মশালা স্টেডিয়ামের ইনডোরে দীর্ঘ সময় অনুশীলন করেছেন কাটার মাস্টার। জিমেও অনেকটা সময় ব্যয় করেছেন। কোচ হাতুরাসিংহে বলেন, ‘মুস্তাফিজ এখনো শতভাগ ফিট নয়। তারপরেও খেলার জন্য প্রস্তুত।’ আগের দিন ম্যাচ জেতায় গতকালকের অনুশীলন ছিল ঐচ্ছিক। তারপরেও এসেছিলেন মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, নুরুল হাসান সোহান, আবু হায়দার রনি। আজকের ম্যাচে একাদশেও পরিবর্তন আসতে পারে। আগের ম্যাচে তামিমের ব্যাটিং আর মাশরাফি-তাসকিনের বোলিংয়ে রক্ষা পেয়েছিল টাইগাররা। হাতুরাসিংহে মনে করেন, এ ম্যাচে অন্যদেরকেও পারফরম্যান্স করতে হবে। বাংলাদেশের কাছে প্রথম রাউন্ডের প্রতিটি ম্যাচই ‘ডু অর ডাই’। হারলেই বিদায় নিতে হবে। সে কথা মাথায় রেখেই আজ আইরিশদের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর