বুধবার, ২৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

নির্বাচন ছিল পুরো দখল প্রক্রিয়ার

বিশেষ প্রতিনিধি

নির্বাচন ছিল পুরো দখল প্রক্রিয়ার

ড. তোফায়েল আহমেদ

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেছেন, ইউনিয়ন পরিষদের পুরো নির্বাচন প্রক্রিয়াটা ছিল দখলের। এটা নিয়ে নতুন  করে বিশ্লেষণ ও পর্যালোচনার কিছু নেই। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সোমবার সব দায়দায়িত্ব পুলিশের ওপর চাপিয়ে দিয়ে তার ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্বের অবমাননা করেছেন। অন্য কোনো দেশে হলে এটা নিয়ে মামলা হতো। গতকাল সারা দেশে অনুষ্ঠিত প্রথম রাজনৈতিক দলের পরিচয়ে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সন্ধ্যায় টেলিফোনে তিনি এ কথা বলেন। সোমবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, নির্বাচনে অনিয়ম ও সহিংসতা ঘটলে তার দায় পুলিশকে নিতে হবে। নির্বাচনের অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সবার কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। তাই সহিংসতা কমিয়ে আনাও সম্ভব হচ্ছে না।

ইউপি নির্বাচন কেমন দেখলেন-জানতে চাইলে ড. তোফায়েল আহমেদ বলেন, যেভাবে নির্বাচন হয়েছে সেটা দেখার কোনো প্রয়োজন মনে করিনি। নেতিবাচক ধারণায় নির্বাচন যা হওয়ার, যেভাবে হওয়ার সেভাবেই হয়েছে। এই নির্বাচন বিশ্লেষণের কোনো বিষয় নয়। স্থানীয় সরকারের সর্বশেষ কাঠামোর এই নির্বাচনের ভবিষ্যৎ কী হবে সেটা আগে থেকেই ঠিক করা ছিল। এর মধ্য দিয়ে ভবিষ্যতে কেমন নির্বাচন হবে সেটারও আভাস পাওয়া গেল। তিনি বলেন, কফিনের শেষ পেরেক ছিল এটা। এই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে ভবিষ্যতের জন্য আশার আলো অবশিষ্ট রাখা যেত। গতকালের ইউপি নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, গুলি, কেন্দ্র দখল, ভোট বর্জনের ঘটনা সম্পর্কে ড. তোফায়েল আহমেদ বলেন, সরকার আন্তরিক হলে এসব ঘটনা আরও কমানো যেত। স্থানীয় প্রশাসন আগে থেকেই বার্তা পেয়েছিল কীভাবে নির্বাচন হবে। সরকারের আকাঙ্ক্ষা অনুযায়ীই সবকিছু হয়েছে। এটা ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই।

সর্বশেষ খবর