বুধবার, ২৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ভোট সুষ্ঠু হয়েছে ৯৯.৭২ ভাগ

আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

অতীতের যে কোনো সময়ের তুলনায় গতকালের ইউনিয়ন পরিষদ নির্বাচন ভালো, শান্তিপূর্ণ, স্বতঃস্ফূর্ত এবং স্বচ্ছ  হয়েছে বলে দাবি আওয়ামী লীগের। গতকাল বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। তিনি বলেন, শতকরা ৯৯ দশমিক ৭২ ভাগ ভোট সুষ্ঠু হয়েছে। ৭১৭ ইউনিয়ন পরিষদের সাড়ে ছয় হাজারেরও বেশি কেন্দ্রে ভোট হয়েছে। এর মধ্যে মাত্র ১৮টি কেন্দ্রের ভোট স্থগিত হয়েছে। এটা তেমন ধর্তব্যের মধ্যে পড়ে না। এর আগে সকাল থেকেই দলীয় সভাপতির কার্যালয়ে অবস্থান করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন সার্বক্ষণিক তদারক করেন দলের কেন্দ্রীয় নেতা খালিদ মাহমুদ চৌধুরী, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

দীপু মনি বলেন, দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে বলেই এ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। বিএনপি নির্বাচন কমিশনকে ‘দলীয় কমিশন’ বলারও কঠোর সমালোচনা করে দীপু মনি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সার্চ কমিটি করে এই নির্বাচন কমিশন গঠন করেছেন। সেখানে বিএনপি অংশ নিয়েছিল। নির্বাচন কমিশন অত্যন্ত দক্ষতার সঙ্গে সহিংসতা দমন করতে সক্ষম হয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে থাকে এবং তারা সহায়তা করছেন। সুতরাং এই নির্বাচন কমিশনকে দলীয় কমিশন বলার কোনো ভিত্তি নেই। তিনি বলেন, ইউপি নির্বাচন নিয়ে বিএনপি বরাবরের মতোই নির্লজ্জ মিথ্যাচার করছে।  প্রহসনের ইউপি নির্বাচন হওয়ার কোনো প্রশ্নই আসে না। এসব অভিযোগ করে বিএনপি নির্বাচনে অংশগ্রহণকারী সব চেয়ারম্যান প্রার্থী, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অপমানিত করছে।

সর্বশেষ খবর