বুধবার, ২৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

আজই ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা

মেজবাহ্-উল-হক, ব্যাঙ্গালুরু থেকে

কাগজে কলমে এখনো আশার বাতিটা জ্বলছে টিম টিম করে। বাস্তবে সেমিফাইনালের সম্ভাবনা নেই বললেই চলে! প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারার পর ‘রঙিন’ স্বপ্নটা এখন টাইগারদের কাছে বর্ণহীন! কিন্তু তাসকিন-সানিকে নিয়ে ‘ষড়যন্ত্রে’র গন্ধ, এশিয়া কাপের ফাইনালে হার, সব কিছু মিলে চিন্নাস্বামীর আজকের ‘বাংলাদেশ বনাম ভারত’ ম্যাচটি যেন ফাইনালে রূপ নিয়েছে। ‘ভারত-পাকিস্তান’ ম্যাচ নিয়ে এক সময় চারদিকে যে উত্তেজনার বারুদ ছড়িয়ে পড়তো এখন সেই ছায়াটা এসে পড়েছে ‘বাংলাদেশ-ভারত’ ম্যাচে! তবে ক্রিকেট আগুনের উত্তাপটা মাঠের ভিতরের চেয়ে বাইরেই বেশি। হয়তো নানা ঘটনা প্রবাহের ফলে টাইগারদের মধ্যেও প্রতিশোধের স্পৃহা কাজ করছে! যদিও সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান কৌশলে বিষয়টা এড়িয়ে গেছেন। বিশ্বসেরা অলরাউন্ডার বলেছেন, ‘আমার মনে হয় না, খেলোয়াড়দের মধ্যে এমন চিন্তা কাজ করছে। আমরা কেবল ম্যাচ নিয়েই ভাবছি।’ সংবাদ সম্মেলনে ভারতীয় দলের প্রতিনিধি হিসেবে আসা পেসার আশিষ নেহরা দুই দলের মধ্যে সাম্প্র্রতিক উত্তাপের বিষয় এড়াতে গিয়ে বলেন, ‘আমি পত্রিকা পড়ি না। সোশ্যাল মিডিয়াতেও ঢুকি না। তাই লোকে কি ভাবলো না ভাবলো তাও জানি না। তবে এটা বলতে পারি, এখন বাংলাদেশ অনেক ভালো খেলছে। তাদের মুস্তাফিজ, সাকিব, আল আমিনের মতো ভালোমানের বোলার রয়েছে। আর টি-২০তে যেকোনো দলই চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে।’ টি-২০র এক নম্বর দলের সঙ্গে ১০ নম্বর দলের খেলা। তবে র?্যাঙ্কিং অনুসরণ করে ম্যাচটিও যে এক পেসে হয়ে যাবে তা ভাবার কোনো কারণ নেই। সম্প্র্রতি এশিয়া কাপে বাংলাদেশ দুইবার ভারতের মুখোমুখি হয়েছিল, হারলেও দুই ম্যাচেও হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্ব্বিতা। যদিও এশিয়া কাপের দলটির চেয়ে বাংলাদেশের এই দলটি শক্তিমত্তার দিক দিয়ে কিছুটা পিছিয়ে। তাসকিন-সানি তো নিষিদ্ধই, পেটের অসুখের কারণে এ ম্যাচেও অনিশ্চিত তামিম ইকবাল। কিন্তু সুখবর হচ্ছে, ইনজুরি কাটিয়ে খুব ভালোভাবেই ফিরেছেন মুস্তাফিজুর রহমান। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ পরাজিত হলেও সিনিয়র ক্রিকেটার দাপুটে পারফর্ম করেছেন। তাই আজকের ম্যাচে জয়ের স্বপ্ন দেখছেন সাকিব আল হাসান, ‘ক্ষুদ্র ক্ষুদ্র বেশ কিছু ভুল আমরা করেছিলাম। এ ম্যাচে সেই ভুলগুলো না করলেই ম্যাচের ফল অন্যরকম হতে পারে।’ আগের ম্যাচে পাওয়ার প্লের সুবিধা আদায় করে নিতে পারেনি ব্যাটসম্যান, ক্যাচ মিস, স্ট্যাম্পিং মিস হয়েছে। তবে এ ম্যাচে সতর্ক বাংলাদেশ।

সর্বশেষ খবর