বুধবার, ২৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বন্ধুসুলভ মনোভাবেই বিদ্যুৎ দিচ্ছে ভারত

নিজস্ব প্রতিবেদক

বন্ধুসুলভ মনোভাবেই বিদ্যুৎ দিচ্ছে ভারত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বন্ধুসুলভ মনোভাব রেখেই ভারত বাংলাদেশকে এই বিদ্যুৎ দিচ্ছে। এতে ক্যাপাসিটি চার্জ নেই। আমরা যতটুকু বিদ্যুৎ নেব, শুধু তার দামই দেব। আশা করছি ত্রিপুরা থেকে ভবিষ্যতে আরও বিদ্যুৎ আসবে। নসরুল হামিদ ভারতের ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য আন্তঃদেশীয় গ্রিড সংযোগের উদ্বোধন উপলক্ষে রাজধানীর বিদ্যুৎ ভবনে গতকাল এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করছিলেন। অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ সকালে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশের কুমিল্লায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে। এই বিদ্যুৎ কুমিল্লা ও পার্শ্ববর্তী এলাকায় ব্যবহৃত হবে। আমদানিকৃত এই বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়বে প্রায় সাড়ে ৬ টাকা। নসরুল হামিদ বলেন, ত্রিপুরা থেকে ভবিষ্যতে আরও বিদ্যুৎ আমদানির জন্য আমরা অনুরোধ করেছি। আশা করছি ভবিষ্যতে ত্রিপুরা থেকে আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। জানা যায়, ভেড়ামারা দিয়ে ভারত থেকে বর্তমানে যে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে সেখানে বিদ্যুৎ না কিনলেও ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। এবার সেই ক্যাপাসিটি চার্জ থাকছে না। ভেড়ামারা দিয়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সঙ্গে এবারের ১০০ মেগাওয়াট যোগ হয়ে ভারত থেকে মোট আমদানিকৃত বিদ্যুৎ ৬০০ মেগাওয়াটে উন্নীত হচ্ছে। আগের ৫০০ মেগাওয়াটের মধ্যে ২৫০ মেগাওয়াট ইউনিটপ্রতি ২.৫০ টাকা ও অন্য ২৫০ মেগাওয়াট ইউনিটপ্রতি ৪.৫০ টাকা দরে আনা হচ্ছে। আর ত্রিপুরা থেকে প্রতি ইউনিট বিদ্যুতের দর নির্ধারণ করা হয়েছে সাড়ে পাঁচ রুপি বা ৬.৪৩ টাকা। আর এই লাইন দিয়ে ত্রিপুরার পালটানা গ্যাসভিত্তিক বিদ্যুেকন্দ্র থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে। ত্রিপুরা থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ আমদানি শুরু হয়েছে গত ১৬ মার্চ। আর আনুষ্ঠানিকভাবে আমদানি শুরু হবে আজ। নসরুল হামিদ জানান, বাংলাদেশের বর্তমানে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা প্রায় ১৩ হাজার মেগাওয়াট। তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে খরচ পড়ে প্রায় ১৭ টাকা। আর গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনের খরচ প্রায় দুই টাকা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, অতিরিক্ত সচিব ড. আহমদ কায়কাউসসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ খবর