রবিবার, ১০ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

পয়লা বৈশাখ পালনে বেহায়াপনা সহ্য করা হবে না : ওলামা লীগ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী ওলামা লীগের (একাংশ) সাধারণ সম্পাদক মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী বাংলা নববর্ষ পয়লা বৈশাখে উৎসব পালনকে ‘ইসলামবিরোধী’ ও ‘অনৈসলামিক’ আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানিয়েছেন। তিনি বলেন, পয়লা বৈশাখের নামে দেশে কোনো বেহায়াপনা সহ্য করা হবে না। একই সঙ্গে বঙ্গবন্ধুর নামের পূর্বে ‘শহীদ’ এবং ১৫ আগস্টকে জাতীয় শাহাদাত দিবস ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। 

এ সময় সংগঠনের সভাপতি মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারীসহ সমমনা আরও ১২টি সংগঠনের নেতা বক্তব্য রাখেন।       

মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী বলেন, পয়লা বৈশাখের নামে দেশে কোনো বেহায়াপনা সহ্য করা হবে না। তিনি বলেন, বাংলাদেশ ওলি আউলিয়া ও পীর মাশায়েখদের দেশ। তাই এই দেশের ইসলাম ধর্মের অনুসারীরা পয়লা বৈশাখের নামে কোনো বেলেল্লাপনা ও বেহায়াপনা মেনে নেবে না। তিনি বলেন, এ দিবসকে কেন্দ্র করে মিডিয়া ও পুঁজিবাদী বেনিয়াগোষ্ঠী বাণিজ্য করছে। ওদের শোষণ থেকে দেশকে বাঁচাতে হবে। পান্তা ইলিশ বন্ধ করে জাতীয় মাছ ইলিশ রক্ষা করতে হবে। ইসলামে পয়লা বৈশাখ, পয়লা জানুয়ারি নববর্ষ পালন জায়েজ নেই। তাই রাষ্ট্র ধর্ম ইসলামের দেশে হারাম দিবস পালনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও আর্থিক সহযোগিতা বন্ধ করতে হবে।

সর্বশেষ খবর