রবিবার, ১০ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

তরুণদের ভিন্নভাবে চিন্তা করতে হবে

নিজস্ব প্রতিবেদক

তরুণদের ভিন্নভাবে চিন্তা করতে হবে

ওরচেস্টার, ম্যাসাচুসেটস-এ অবস্থিত বেকার কলেজে ‘ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র’ চালু হলো। ৫ এপ্রিল এর উদ্বোধন করা হয়। ঢাকার ইউনূস সেন্টার এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে এটাই প্রথম ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র। ওরচেস্টারে অবস্থিত ২৩০ বছরের ঐতিহ্যবাহী এই কলেজের ‘মেকানিক্স হল’-এ নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দেন কলেজের প্রেসিডেন্ট ড. রবার্ট ই. জনসন। প্রফেসর ইউনূস কলেজের ‘প্রেসিডেনসিয়াল বক্তৃতা’ও দেন। প্রায় ১ হাজার ৫০০ দর্শক-শ্রোতার উপস্থিতিতে এই বক্তৃতায় প্রফেসর ইউনূস তরুণ সমাজকে ভিন্নভাবে চিন্তা করতে, তাদের সৃষ্টিশীলতা দিয়ে তারা যে-রকম পৃথিবী চায় বর্তমান পৃথিবীকে সেভাবে গড়ে নিতে এবং সমাজে প্রচলিত চাকরি খোঁজার মতো সংকীর্ণ ভূমিকা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। বক্তৃতার পর শ্রোতারা দাঁড়িয়ে তুমুল করতালি দিয়ে প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানান। ম্যাসাচুসেটস-এর দীর্ঘদিনের কংগ্রেসম্যান জিম ম্যাকগভার্ন এই বক্তৃতা অনুষ্ঠানে যোগ দেন এবং প্রফেসর ইউনূসের বক্তৃতার পর তার সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এই অনুষ্ঠানে বেকার কলেজের প্রেসিডেন্ট ড. রবার্ট ই. জনসন প্রফেসর ইউনূসকে কলেজের সর্বোচ্চ সম্মাননা ‘প্রেসিডেনসিয়াল মেডেল’ প্রদান করেন।

সর্বশেষ খবর