রবিবার, ১০ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

গণতন্ত্রে বাধার পরিণতি ভালো হয় না

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্রে বাধার পরিণতি ভালো হয় না

গণতন্ত্রের পথকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের পরিণতি ভালো হয় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। গতকাল রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জেপির ‘ত্রি-বার্ষিক কাউন্সিল-২০১৬’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া কখনো পরাজিত হতে পারে না। ন্যায়-আদর্শের পথে থেকে মানুষের অধিকার আদায়ের লড়াইও কখনো বিফলে যায় না। কিন্তু গণতন্ত্রের পথ রক্তাক্ত ও বাধাগ্রস্ত হলে স্বৈরতন্ত্রের রাস্তা সুগম হয়। গণতন্ত্রের পথ হয়তো ঝুঁকিতে, তাই বলে আমরা চাই না স্বৈরতন্ত্র আসুক। কিন্তু সীমা লঙ্ঘন করলে এবং সুশীল সমাজসহ দেশের মানুষের কাছে সেটি অসহনীয় হয়ে উঠলে এর পথ সুগম হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদ (একাংশের) সাধারণ সম্পাদক শিরিন আখতার, গণ আজাদী লীগের সাধারণ সম্পাদক এস কে সিকদার প্রমুখ। কাউন্সিলে আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও শেখ শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হন।

সর্বশেষ খবর