সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

‘ইতিবাচক’ ‘অতিমূল্যায়ন’ নানা আলোচনা বিএনপিতে

শফিউল আলম দোলন

কেউ বলছেন, অতিমাত্রায় কম বয়সী হয়ে গেছে। কেউ বলছেন, ‘নিউ ব্লাড, নিউ লিডারশিপ’। কেউবা বলছেন, এবার কাজের মূল্যায়ন করছেন বেগম জিয়া। অনেকের মতে দুর্নীতির গন্ধ নেই এদের গায়ে। দু-এক জনের ব্যাপারে একটু-আধটু কথা উঠলেও বেশির ভাগের ক্ষেত্রেই ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী। এর মধ্যে এক-আধজনকে অতিমূল্যায়নও করা হয়েছে বলে উল্লেখ করেন একাধিক নেতা। শনিবার দুই দফায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাতজন যুগ্ম-মহাসচিব ও নয়জন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণার পর বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে দলের নীতিনির্ধারক থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণির ব্যক্তি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এর মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান (অব.), গয়েশ্বরচন্দ্র রায়সহ বিভিন্ন জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। লে. জে. মাহবুবুর রহমান (অব.) বলেন, কমিটি নিঃসন্দেহে ভালো হয়েছে। তবে আরও ভালো হতো যদি কমিটির ঘোষণাটি আরও আগে দেওয়া হতো। বিশেষ করে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি যদি ম্যাডাম (খালেদা জিয়া) আরও আগে ঘোষণা করতেন, তাহলে তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেও অনেক সিদ্ধান্ত নিতে পারতেন। তার পরও সার্বিক দিক থেকে কমিটি ভালো হচ্ছে। শুধু ঢাকাভিত্তিক না রেখে সারা দেশ থেকেই নতুন ও অপেক্ষাকৃত তরুণ নেতারা স্থান করে নিচ্ছেন। এটা দেখে অন্যরাও উৎসাহিত হবেন এবং আগামী দিনের সব সাংগঠনিক কর্মসূচি তারা সফল করে তুলবেন বলেই আশা করি। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, এ পর্যন্ত যাদের নাম ঘোষণা করা হয়েছে, তারা কেউ দলে হঠাৎ করে কিংবা নতুন এসে উদয় হননি। রাজনীতি করেই তারা এ পর্যন্ত এসেছেন। আর দলের চেয়ারপারসনও তাদের প্রত্যেকের কাজের মূল্যায়ন করেছেন। এদের তরুণ বা নতুন যে যাই বলুন না কেন, আশা করি এদের নেতৃত্বেই সংগঠন নতুন গতিতে সামনে এগিয়ে যাবে।

দলের নতুন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সাংবাদিকদের বলেন, নতুন নেতৃত্বে দলের সব প্রতিকূল অবস্থা কেটে যাবে এবং গতিশীল এ নেতৃত্বে আগামী দিনের আন্দোলনে সফলতা আসবেই। শিগগিরই গণতন্ত্রের জন্য চলমান আন্দোলন নতুন এই নেতারা বেগবান করে আরও সামনে এগিয়ে নেবেন। যুগ্ম-মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক পদে নাম ঘোষণার পর মনোনীত এসব নেতার এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করতে দেখা গেছে। বরিশাল মহানগরীতে নতুন যুগ্ম-মহাসচিব মজিবর রহমান সরোয়ার ও সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের এলাকায় গতকাল মিষ্টি বিতরণ হয়। এ দুজনকেই বিএনপি চেয়ারপারসন গতকাল পদায়ন করেছেন। সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ারকে যুগ্ম-মহাসচিব করা হলেও বিলকিসকে প্রায় তৃণমূল থেকেই মূল্যায়ন করেছেন বেগম জিয়া। বিষয়টি সবাই ইতিবাচক হিসেবেই দেখছেন। তবে সাংগঠনিক সম্পাদক পদে আরও একজন কম বয়সীকে অতিমূল্যায়ন করা হয়েছে বলেও মনে করছেন কেউ কেউ। তা ছাড়া পার্বত্য এলাকার একজন নেতার পদায়ন নিয়েও মন খারাপ করেছেন কেউ কেউ। সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে সাংগঠনিক সম্পাদক করায় ময়মনসিংহ বিভাগের বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী খুব খুশি। দেরিতে হলেও এমন একজন একনিষ্ঠ, সৎ ও দক্ষ নেতার পদায়নকে দলটির সর্বস্তরের নেতাকর্মীই ইতিবাচক হিসেবে দেখছেন। এ ব্যাপারে এমরান সালেহ প্রিন্সের প্রতিক্রিয়া হলো, ‘ম্যাডাম যেখানে দিয়েছেন সেখানেই খুশি। সবার সহযোগিতা নিয়ে দল ও দেশের জন্য কাজ করতে চাই।’ দলের একজন প্রভাবশালী ভাইস চেয়ারম্যানের মতে, যে যাই বলুক না কেন, খালেদা জিয়া এবার কাজের মূল্যায়নেরই চেষ্টা করছেন। দলের প্রতি ও দেশের প্রতি যাদের ন্যূনতম কমিটমেন্ট আছে এবং মাঠেঘাটে যারা সক্রিয় তাদেরই পদায়ন করছেন তিনি। তবে দু-এক জন যে অযোগ্য নেই তা নয়। নিজের ওপর অর্পিত দায়িত্ব শতভাগ পালনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির নতুন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়া শামা ওবায়েদ। ফরিদপুর বিভাগের বিএনপির সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন দলটির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমানের এই কন্যা। নতুন দায়িত্ব পাওয়ার পর গতকাল দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। এদিকে প্রত্যাশিত পদে যেতে না পেরে বিএনপির দু-চার জন নেতা যে মন খারাপ করেননি, তা নয়। তবে তারা প্রকাশ্যে কেউ কিছু বলছেন না। যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বয়সের দিক থেকে কিছুটা প্রবীণ হয়ে পড়ায় মূল দলেই ভালো করতে পারবেন মনে করে বেগম খালেদা জিয়া তাকে এ পদায়ন করেছেন বলেও মনে করছেন অনেকে। তবে সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব এখনো গোপনেই রয়ে গেছেন। নতুন আরেক যুগ্ম-মহাসচিব পদে ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকনকেও এবার যথার্থ মূল্যায়ন করা হয়েছে বলে অনেকেই খুশি। আবার তার সমসাময়িক অনেক নেতা কিছুটা নাখোশও হয়েছেন। কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতা খালেদ সাইফুল্লাহ (ভিপি) সোহেলের মতে, দলীয় চেয়ারপারসন কাজের মূল্যায়ন করছেন এবার। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ধানমন্ডি থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম বলেন, ‘এ পর্যন্ত সব ঠিকই আছে। পরবর্তী পদগুলোতেও আমরা আশা করছি ম্যাডাম কাজের মূল্যায়নের এ ধারা অব্যাহত রাখবেন।’ স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু বলেন, ‘একজন সাংগঠনিক সম্পাদককে অতিমূল্যায়ন ছাড়া আর সব কিছু ঠিকই আছে।’ কাজের মূল্যায়নের এক নতুন ধারা তৈরি করায় দলীয় চেয়ারপারসনকে অভিনন্দন জানান তিনি। ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর পর্যায়ক্রমে দলের বিভিন্ন পদে নেতাদের নাম ঘোষণার অংশ হিসেবে শনিবার যুগ্ম-মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেছে বিএনপি। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনোনীত দলের নতুন সাতজন যুগ্ম-মহাসচিব ও নয়জন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে ১৩ জনই নতুন মুখ। দলের কাউন্সিলের পর ৩০ মার্চ প্রথম ধাপে দলের মহাসচিব, সিনিয়র যুগ্ম-মহাসচিব ও কোষাধ্যক্ষের নাম ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর