বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

চৈত্রসংক্রান্তি আজ

নিজস্ব প্রতিবেদক

চৈত্রসংক্রান্তি আজ

চৈত্রের দাবদাহে পুড়ছে মানুষ, সেই সঙ্গে পুড়ছে পুরনো বছরের জরাজীর্ণতা। সব গ্লানি আর জরা মুছে যাক চৈত্রের এই দাহে। আর নতুন বছরে নতুন স্বপ্নে জেগে উঠুক বাঙালি। এমন প্রত্যাশা বিরাজ করছে বৈশাখপ্রিয় বাঙালিদের মাঝে। দুঃখ, ব্যথা, বেদনা, হতাশা, ব্যর্থতা ও অসুন্দরকে বিদায় জানানোর জন্য উৎসবপ্রিয় বাঙালি প্রস্তুত। আজ চৈত্রের শেষ দিন অর্থাৎ ঋতুরাজ আজ বিদায় নেবে প্রকৃতি থেকে। ঋতুরাজের বিদায়ের মধ্য দিয়ে কাল  পয়লা বৈশাখে নতুন বছরের নতুন সূর্যের আলোয় আলোকিত হওয়ার প্রত্যাশা সমস্ত বাঙালির মানসপটে। আজ অতীতকে বিদায় জানানোর দিন, বিদায় জানানোর দিন সব জরা, জীর্ণ আর মলিনতাকে। চৈত্রকে বিদায় জানিয়ে বৈশাখ বরণে কয়েকদিন আগে থেকে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বাংলার পাহাড়ি অঞ্চল পার্বত্য এলাকাগুলোতেও। সারা দেশের মতো রাজধানীর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আজ নানা আয়োজনে চৈত্রসংক্রান্তি উদযাপন করবে। বর্ষ বিদায়ের বড় আয়োজনটি যৌথভাবে করছে চ্যানেল আই ও সুরের ধারা। চৈত্রসংক্রান্তির আয়োজন সাজানো হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের গান দিয়ে। এসব আয়োজনে সুরের ধারার শিল্পীরা ছাড়াও অতিথি শিল্পী হিসেবে অংশ নেবেন দেশের গুণী ও বরেণ্য শিল্পীরা। এবারের আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে ইউনিলিভারের ব্র্যান্ড সানসিল্ক। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে চৈত্রসংক্রান্তির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লোকসংগীত, বাউল গান এবং আবৃত্তির আয়োজন দিয়ে সাজানো হয়েছে এ আয়োজন। বৈশাখী উৎসবের পাঁচ দিনব্যাপী উৎসবের অংশ হিসেবে আজ বেঙ্গলে অনুষ্ঠিত হবে চৈত্রসংক্রান্তির নানা অনুষ্ঠানমালা। চারুকলার বকুলতলায় চারুকলা অনুষদ আজ বিকাল থেকে গভীর রাত পর্যন্ত নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে চৈত্রসংক্রান্তি উদযাপন করবে। এ ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন চৈত্রসংক্রান্তির অনুষ্ঠানমালার আয়োজন করেছে। তা ছাড়া রাত পেরোলেই আসছে পয়লা বৈশাখ। বাঙালির সবচেয়ে বড় সার্বজনীন উৎসবে মেতে ওঠার দিন। এদিকে গতকাল চৈত্রসংক্রান্তি উদযাপন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন।

সর্বশেষ খবর