বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

সচিবালয়ে পাটকল শ্রমিক নেতাদের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক

মন্ত্রণালয়ে বস্ত্র ও পাট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠকে উপস্থিত হয়ে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়েছেন রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিক নেতারা। গতকাল বিকালে সচিবালয়ে বস্ত্র ও পাটকল মন্ত্রণালয়ের সভাকক্ষে ঘটে এ ঘটনা। এ ঘটনার পর শ্রমিক নেতা সোহরাব হোসেন খুলনা অঞ্চলের অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। অন্যদিকে বৈঠক শেষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম সাংবাদিকদের বলেছেন, আমরা শ্রমিকদের দাবি মেনে নিয়েছি। সবাইকে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। কর্মসূচি প্রত্যাহার না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাটকল শ্রমিকদের চলমান আন্দোলনের বাইরে থাকা ১৮টি পাটকলের শ্রমিক নেতাদের সঙ্গে গতকাল বিকালে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দুই ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, প্রতিমন্ত্রী মির্জা আজম ও সচিব এম কাদের সরকার। এ বৈঠকে উপস্থিত নেতাদের বেশিরভাগই ছিলেন সরকারদলীয় শ্রমিক সংগঠনের। তাদের সঙ্গে আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদকও বৈঠকে উপস্থিত ছিলেন। কিন্তু আন্দোলনে থাকা খুলনা অঞ্চলের ৯টি পাটকলের শ্রমিক নেতারা ‘নন-সিবিএ’ নেতাদের সঙ্গে বৈঠকে অংশ না নিয়ে সম্মেলন কক্ষের বাইরে অবস্থান নেন। আর শ্রমিক নেতাদের একাংশের সঙ্গে বৈঠকের পর বাইরে অবস্থান নেওয়া খুলনা অঞ্চলের পাটকল শ্রমিক নেতারা বৈঠকে বসতে চাইলে মির্জা আজম তাদের বুধবার বেলা আড়াইটায় সময় দেন। এ সময় সোহরাব হোসেনের নেতৃত্বে থাকা পাটকল নেতারা সাংবাদিকদের বলেন, নন-সিবিএদের নিয়ে বৈঠকে আমরা যাইনি। এ কথা শুনেই অন্য অংশের নেতারা তাদের ওপর চড়াও হন। প্রায় আধা ঘণ্টা ধরে মন্ত্রণালয়ের করিডরে দুই পক্ষের নেতাদের হাতাহাতি চলে। পরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হস্তক্ষেপে করিডর ছাড়েন পাটকল শ্রমিক নেতারা।

সর্বশেষ খবর