বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
একনেকে আট প্রকল্প অনুমোদন

গ্যাস খাতে বেসরকারি বিনিয়োগ আহ্বান

নিজস্ব প্রতিবেদক

গ্যাস খাতে বেসরকারি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সরকার গ্যাস খাতের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এ খাতে বেসরকারি বিনিয়োগকারীরা এগিয়ে এলে ভালো হবে।

গতকাল রাজধানীর শেরেবাংলানগরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধানমন্ত্রীর এ আহ্বানের কথা গণমাধ্যমকে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রীর বরাত দিয়ে মুস্তফা কামাল বলেন, আগামীতে সারা দেশে শিল্প কারখানা গড়ে উঠবে। বেসরকারি খাত গ্যাস আমদানিতে এগিয়ে এলে তখন আর সমস্যা থাকবে না। একনেক সভায় প্রধানমন্ত্রী একাধিক অনুশাসন দিয়েছেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ চ্যানসারি কমপ্লেক্সে অতিথিদের বসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া পল্লী এলাকায় যেসব ওভারলোডেড ট্রান্সফরমার আছে সেগুলো দ্রুত প্রতিস্থাপন করার ব্যাপারেও অনুশাসন দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সরকার বিদ্যুৎ উত্পাদন যেভাবে বাড়িয়ে চলেছে এবং বিদ্যুতের যেসব প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে এগুলো বাস্তবায়ন হলে ২০১৮ সাল নাগাদ দেশের ৯০ ভাগ মানুষ বিদ্যুতের আওতায় আসবে। সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী জানান, একনেকে ৩ হাজার ৫৮৩ কোটি ৯৯ লাখ টাকার আটটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। জিডিপি প্রবৃদ্ধির হার কম দেখানোর কারণে সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের সমালোচনা করেন পরিকল্পনামন্ত্রী। তিনি সংস্থাটির দেওয়া প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, তারা (বিশ্বব্যাংক) নিজেরাই নিজেদের তথ্য বিশ্বাস করে না। ২০১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ০৫ শতাংশ হবে বলে সম্প্রতি তথ্য প্রকাশ করেছে সরকার। বিশ্বব্যাংক বলছে, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ হতে পারে। এ নিয়ে সাংবাদিকরা পরিকল্পনামন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাংক সব সময় আমাদের জিডিপি প্রবৃদ্ধি কম দেখায়। কিন্তু চূড়ান্ত হিসাবে আমাদের অর্জন মেনে নিতে বাধ্য হয়। এদিকে সংবাদ সম্মেলনে বিএনপি বলেছে, সরকারের জিডিপি প্রবৃদ্ধির তথ্য অমূলক। এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বিএনপিকে উদ্দেশ করে বলেন, বিএনপি দেশের জন্য কী করেছে দেশবাসী দেখেছে। তাদের সময় শুধু নাই নাই ভাব ছিল। তাদের সময় বিদ্যুৎ-গ্যাসের জন্য সাধারণ মানুষ ঝাড়ু নিয়ে মিছিল করেছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব তারিক-উল-ইসলাম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা এবং সাধারণ অর্থনৈতিক বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল ইসলাম।

সর্বশেষ খবর