বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

দুদকের অভিযোগ অস্বীকার

নিজস্ব প্রতিবেদক

দুদকের অভিযোগ অস্বীকার

হলফনামায় মিথ্যা ঘোষণা দিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে প্লট নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান। গতকাল দুর্নীতি দমন কমিশনে (দুদক) দেওয়া বক্তব্যে তিনি এ অভিযোগ অস্বীকার করেন। সকাল ১০টা থেকে আধা ঘণ্টা দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার উপ-পরিচালক জাহাঙ্গীর হোসেন সাবেক এ প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন। দুদক সূত্র জানায়, ছেলে জিয়াউল হাসানের নামে রাজধানীতে প্লট থাকা সত্ত্বেও সাবেক সংস্কৃতি-বিষয়ক প্রতিমন্ত্রী সেলিমা রহমান হলফনামায় মিথ্যা ঘোষণা দিয়ে রাজউক থেকে প্লট নেন। দুদকে দেওয়া লিখিত বক্তব্যে সেলিমা রহমান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, তার ছেলে জিয়াউল হাসানের নামে রাজধানীতে যে প্লট রয়েছে, তা প্রবাসী কোটায় পাওয়া। এর সঙ্গে রাজউক থেকে তার নিজের প্লট পাওয়ার কোনো যোগসূত্র নেই। মিথ্যা হলফনামা দেওয়ার যে অভিযোগ, তা ভিত্তিহীন বলে দাবি করেন সেলিমা রহমান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর