সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

এক মাসেও তনু হত্যা তদন্তে অগ্রগতি নেই

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু (২১) হত্যাকাণ্ডের প্রায় এক মাস হলেও তদন্তে অগ্রগতি নেই। শুধু জিজ্ঞাসাবাদের মধ্যেই বন্দী চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তকারীরা।

সূত্র জানায়, সিআইডি এখনো জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। তদন্ত কর্মকর্তা সিআইডি কুমিল্লার পরিদর্শক গাজী মো. ইব্রাহীম ঢাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে ২৮ মার্চ মামলাটি সিআইডিতে স্থানান্তরের পর ৩৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলার কী অগ্রগতি জানতে চাইলে সিআইডি কুমিল্লার বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে, ময়নাতদন্তকারী চিকিৎসক দলের প্রধান ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ডা. কামদা প্রসাদ সাহা বলেন, ‘কোনো প্রভাব ময়নাতদন্ত প্রতিবেদন প্রভাবিত করবে না। যেসব পরীক্ষা-নিরীক্ষা করতে পাঠানো হয়েছে, তার সব হাতে পৌঁছলে তিন সদস্যের বোর্ড বসে প্রতিবেদন চূড়ান্ত করবে। পরীক্ষায় যা পাওয়া যাবে তাই আমরা উল্লেখ করব।’ কুমিল্লায় বাসার কাছ থেকে গত ২০ মার্চ রাতে তনুর মরদেহ উদ্ধার করা হয়। তার প্রথম ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া যায়নি এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণও জানা যায়নি বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। দ্বিতীয় ময়নাতদন্তের জন্য ৩০ মার্চ কবর থেকে লাশ তোলা হয়। কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় কোনো আসামির নাম উল্লেখ না করে মামলা দায়ের করেন তনুর বাবা ইয়ার হোসেন। চার দিন মামলা তদন্তে ছিল থানা পুলিশ। এরপর ২৫ মার্চ এটি ডিবিতে স্থানান্তর করা হয়। তারাও চার দিন তদন্ত করে। পরে সিআইডিতে স্থানান্তর করা হয়।

সর্বশেষ খবর