শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

পণ্য পরিবহন বন্ধ মংলা বন্দরেও

বাগেরহাট প্রতিনিধি

বেতন-ভাতা বৃদ্ধি ও নৌপথে চুরি-ডাকাতি বন্ধসহ ১৫ দফা দাবিতে বুধবার দিবাগত রাতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘটের ফলে মংলা বন্দরের সঙ্গে সারা দেশের নৌ-যোগাযোগ ও পণ্য পরিবহন বন্ধ রয়েছে।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবুল কাশেম মাস্টার গতকাল সকালে জানান, বেতন-ভাতা বৃদ্ধি, নৌপথে চুরি-ডাকাতি বন্ধ, নদী খননসহ ১৫ দফা আদায়ের দাবিতে অনির্দিষ্টকালের এ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার মধ্যরাত থেকে সারা দেশের প্রায় ১২ হাজার নৌযানের (কার্গো, কোস্টার, বার্জ) শ্রমিক-কর্মচারীরা তাদের কাজ বন্ধ রেখে কর্মবিরতি ও ধর্মঘট পালন করছেন। মালিকপক্ষ দীর্ঘদিন ধরে দাবি পূরণে আশ্বাস দিয়ে এলেও বাস্তবায়ন করেনি। সর্বশেষ গত এক মাসের মধ্যে সব দাবি বাস্তবায়নের কথা থাকলেও তা কার্যকর করেনি মালিকপক্ষ। শ্রমিকদের এ কর্মবিরতি ও ধর্মঘটের ফলে মংলা বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি সব বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহন কাজ বুধবার মধ্যরাত থেকে বন্ধ রয়েছে। একই সঙ্গে মংলা বন্দরের সঙ্গে সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে বড় ধরনের ক্ষতিতে পড়ছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে মধ্যরাতের আগে মংলা, চট্টগ্রামসহ বিভিন্ন নদীবন্দর থেকে যাত্রা করা নৌযানগুলোকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে গন্তব্যে পৌঁছানোর জন্য চলাচলের অনুমতি দিয়েছে ধর্মঘট আহ্বানকারী বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

সর্বশেষ খবর