শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

ফের শফিক রেহমানের রিমান্ড চাইবে ডিবি

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে দায়ের মামলায় গ্রেফতার হওয়া সাংবাদিক শফিক রেহমানের পাঁচ দিনের পুলিশি রিমান্ড গতকাল শেষ হয়েছে। আজ তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, শফিক রেহমানকে জিজ্ঞাসাবাদে নতুন অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ফের রিমান্ডের আবেদন করা হতে পারে। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনা মামলায় গত শনিবার শফিক রেহমানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ডিবি জানিয়েছে, ইতিমধ্যে এই চক্রান্তের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র তার বাসা থেকে জব্দ করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্টরা ইতিমধ্যে তাকে নানা প্রশ্ন করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে শফিক রেহমান সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনার চক্রান্তে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘বিএনপির হাইকমান্ডের নির্দেশে তিনি এই ষড়যন্ত্রে অংশ নেন।’ বিশেষ করে এ ষড়যন্ত্রে নিজেকে জড়ানোর জন্য দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকেও দায়ী করেন তিনি। মাহমুদুর রহমানই তাকে এ বিষয়ে সামনে থেকে দিক-নির্দেশনা দেন। মাহমুদুর রহমানের নির্দেশনা অনুযায়ী তিনি আমেরিকায় গিয়ে এফবিআইয়ের এজেন্টের সঙ্গে দেখা করেন। এরপর জয় সংক্রান্ত বেশকিছু নথিপত্র তার হাতে এলে তিনি নিজের কাছে গচ্ছিত রাখেন। পরবর্তীতে আমেরিকা ও লন্ডনে এই নিয়ে তিনি অনেকের সঙ্গে বৈঠকও করেন। দেশে ফিরে বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতার সঙ্গে কথা বলেন। ওই নেতারা তাকে বিষয়টি নিয়ে অত্যন্ত কৌশলে আগাতে বলেন। তিনি সেভাবেই অনেক ভেবে-চিন্তে সাবধানতার সঙ্গে চলছিলেন। কিন্তু বিষয়টি এফবিআইয়ের মাধ্যমে প্রকাশ পেলে তিনি কিছুটা ব্রিবত হন।

সর্বশেষ খবর