শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

দুর্নীতির মামলায় কাউকে ছাড় দেবে না দুদক

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির মামলায় কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্তের স্বার্থে যে কোনো আসামিকে গ্রেফতার করা হতে পারে। আমরা আসামিদের আসামি হিসেবেই দেখি। এ ক্ষেত্রে তাদের কোনো পরিচয় বিবেচিত হবে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন—দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল।

গতকাল দুদকের প্রধান কার্যালয়ে মাসিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা  প্রণবকুমার ভট্টাচার্য উপস্থিত ছিলেন। দুদক সচিব বলেন, গত এক মাসে বিভিন্ন পর্যায়ের ৫৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আমাদের দৃষ্টিতে ছোট-বড় বলতে কিছু নেই। কাকে গ্রেফতার করা হবে তার সিদ্ধান্ত নেন তদন্ত কর্মকর্তা। তিনি তার তদন্তের স্বার্থে যে কোনো আসামিকেই গ্রেফতার করতে পারেন। এ ক্ষেত্রে প্রভাবশালীদের গ্রেফতারে কোনো বাধা নেই। প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধে টিম গঠন করা হয়েছিল বর্তমানে তার কার্যক্রম বন্ধ রয়েছে। তবে গণশুনানি চালু করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জবাবদিহিতার মধ্যে আসবেন পাশাপাশি জনগণের অধিকার নিশ্চিত হবে। টিআইবির কর্মকর্তাদের অবৈধ সম্পদ রয়েছে এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। পানামা পেপারস কেলেঙ্কারির বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও পুলিশ অনুসন্ধান করছে। এখন পর্যন্ত আমরা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। তবে দুদক নজর রাখছে। প্রয়োজন হলে অনুসন্ধান করা হবে।’ দুদক দেশের সব জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে কমিটি গঠন করেছে। বর্তমানে কমিশন দেশের সব ইউনিয়নে সাত সদস্যবিশিষ্ট দুর্নীতি প্রতিরোধে কমিটি গঠনের কার্যক্রম শুরু করেছে। অনুসন্ধান ও তদন্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মচারীদের ইউনিফর্ম দেওয়ার বিষয় বিবেচনা করা হচ্ছে। লিখিত বক্তব্যে দুদক সচিব বলেন, মার্চে দুর্নীতিসংক্রান্ত ৮৪৯টি অভিযোগ পাওয়া গেছে। যাচাই-বাছাই করে ৪২টি অনুসন্ধান গ্রহণ ও ৩৪টি মামলা করা হয়েছে। ৪৫টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। মার্চে দুদকের ২১টি মামলার বিচারকাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১০টি মামলার আসামিদের সাজা হয়েছে এবং ১১টির আসামিরা খালাস পেয়েছেন। এ ছাড়া জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৯৪টি মামলা দায়ের, ১৫১টি মামলার চার্জশিট এবং ২২২টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

সর্বশেষ খবর