শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

কোনো দলের নই সবার রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি

কোনো দলের নই সবার রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘আমি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের রাষ্ট্রপতি নই। আমি সবার রাষ্ট্রপতি।’

তিনি গতকাল দুপুরে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদরে পুরাতন ডাকবাংলোর মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনামন্ত্রী আ ফ ম মুস্তফা কামাল।

রাষ্ট্রপতি বলেন, ‘আমি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের রাষ্ট্রপতি নই। আমি এ দেশের সবার রাষ্ট্রপতি।’ তিনি বলেন, হাওরের মানুষ সব দিক থেকেই বঞ্চিত-অবহেলিত ছিল। একসময় এখানকার গ্রাম তো দূরের কথা, ইউনিয়নেও কোনো প্রাথমিক বিদ্যালয় ছিল না। ক্রমে ক্রমে প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল ও কলেজ হয়েছে। মালদ্বীপের সঙ্গে হাওরের তুলনা করে তিনি বলেন, মালদ্বীপের মতো এখানকার প্রতিটি গ্রামই একেকটি দ্বীপ। বর্ষায় এই গ্রামগুলো পানিতে ভাসতে থাকে। এখানে একসময় কারও মৃত্যু হলে পানিতে ভাসিয়ে দেওয়া ছাড়া উপায় ছিল না। এই উন্নয়নবঞ্চিত হাওরে এখন উন্নয়নের যাত্রা শুরু হয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, হাওরে পানিতে চলাচল ছাড়া যেখানে আর কোনো ব্যবস্থা ছিল না, সেখানে এখন সড়ক হচ্ছে। সারা বছর এ সড়ক দিয়ে চলাচল করা যাবে। হাওরের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম হাওরের সারা বছরের চলাচল উপযোগী প্রায় ২৯ কিলোমিটার মহাসড়কের নির্মাণকাজ উদ্বোধন করেন। প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ অধিদফতর মহাসড়কটি নির্মাণ করছে। এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি ও অ্যাডভোকেট সোহরাবউদ্দিন এমপি উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর