রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বিলম্ব ও দায়িত্বে অবহেলা কর্মকর্তাদের

রিজার্ভ চুরির প্রতিবেদন

মানিক মুনতাসির

নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ সিস্টেম থেকে চুরি যাওয়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা ফিরিয়ে আনতে সময় লাগবে বলে মনে করে সরকার গঠিত তদন্ত কমিটি। কমিটির প্রধান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন তার অন্তর্বর্তী প্রতিবেদনে এ কথা বলেছেন। অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপও যথেষ্ট নয়। এমন কি অর্থ ফিরিয়ে আনার পর সরকারকে অর্থ চুরির পুরো বিষয়টি অবহিত করতে চেয়েছিল বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটির এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন তদন্ত কমিটি।

তদন্ত প্রতিবেদনের তথ্যমতে, ঘটনা সম্পর্কে সরকার তথা প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রীকে জানালেও দোষের কিছু হতো না। এমন কি এতে বাংলাদেশ ব্যাংকের স্বাতন্ত্র্যও নষ্ট হতো না। তবে ঘটনা ঘটার পর তাত্ক্ষণিকভাবে সঠিক ব্যবস্থা নিলে অর্থ ব্যাংকিং চ্যানেলের মধ্যে রেখেই তা সহজে উদ্ধার করা যেত। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে বিলম্ব করায় এবং দায়িত্বে      অবহেলা করায় টাকাটা খুব সহজেই ব্যাংকিং চ্যানেলের বাইরে চলে যায়। ফলে খোয়া যাওয়া অর্থের কিছু অংশ উদ্ধার হলেও বাকি অর্থ উদ্ধারে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে ফেডারেল রিজার্ভ ব্যাংক ও ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে আরও জোরালো ভূমিকা রাখলে অর্থটা ফিরিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে ফিলিপাইন সরকার চাইলে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনকে (আরসিবিসি) চাপ দিতে পারে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের উচিত দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া। অবশ্য আইনি প্রক্রিয়ার মধ্যে গেলে অর্থ উদ্ধার প্রক্রিয়ায় আরও দীর্ঘসূত্রতা দেখা দিতে পারে বলে মনে করে তদন্ত কমিটি। এ জন্য উভয়পক্ষের আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছা উচিত। এদিকে আইটি বিশেষজ্ঞ রাকেশ আস্তানার নেতৃত্বাধীন তদন্ত দলও তাদের অন্তর্বর্তী প্রতিবেদনে টাকা উদ্ধারের জন্য আরসিবিকে চাপ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। আরসিবির যেসব কর্মকর্তা ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে স্বীকারোক্তি দিয়েছেন যেসব তথ্য-উপাত্ত মামলার কার্যক্রমে শক্তিশালী সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করে ফরাসউদ্দিনের তদন্ত কমিটি। এর আগে চুরি হওয়া টাকা ফিরিয়ে আনতে ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং সংস্থা এএমএলসি যে মামলা করার পরামর্শ দিয়েছে সে বিষয়টিকে আমলে নিয়েছে ঘটনা তদন্তে গঠিত টাস্কফোর্স।

সর্বশেষ খবর