সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

কিনারা মিলছে না দুই শিক্ষার্থী খুনে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে আবাসিক হোটেল নাইস ইন্টারন্যাশনালে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনার কূলকিনারা করতে পারেনি পুলিশ। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে নগর গোয়েন্দা পুলিশকে। ময়নাতদন্তের রিপোর্টে সুমাইয়া নাসরিনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার মাথায় ও মুখে জখমের চিহ্ন আছে বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে মিজানুর রহমান শ্বাসরোধে মারা গেছেন। তবে গতকাল পর্যন্ত মিজানুরের ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। নগর পুলিশের মুখপাত্র, সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় জানান, দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করা যায়নি। তবে শিগগিরই তারা এ রহস্য উদ্ঘাটনে সক্ষম হবেন। উল্লেখ্য, বগুড়া শহরের উপশহর এলাকার বাসিন্দা আবদুল করিমের মেয়ে সুমাইয়া নাসরিন (২১) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঠানপাড়া গ্রামের উমেদ আলীর ছেলে মিজানুর রহমান (২৩) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

সর্বশেষ খবর