সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

নিরাপত্তা ছাড়া প্রবৃদ্ধি দিয়ে কী করব

নিজস্ব প্রতিবেদক

নিরাপত্তা ছাড়া প্রবৃদ্ধি দিয়ে কী করব

সুলতানা কামাল

গণতন্ত্র, সুশাসন ও মানুষের নিরাপত্তা ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধির কোনো দাম নাই— এমন মন্তব্য করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল সরকারের কাছে প্রশ্ন রেখেছেন, ‘নিরাপত্তা ও স্বাধীনতা ছাড়া এই প্রবৃদ্ধি দিয়ে কী করব?’

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলনের একটি অধিবেশনে গতকাল এ ধরনের মন্তব্য করেন সুলতানা কামাল। এ সময় সরকারকে জনগণের নিরাপত্তা নিশ্চিতের উপায় বের করার তাগিদ দিয়ে এই মানবাধিকার কর্মী আরও বলেন,  ‘দেশের গণমানুষের কল্যাণে কাজ করতে না পারলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কোনো কাজে আসে না। ‘গণতন্ত্র, সুশাসন ও উন্নয়ন’ শীর্ষক ওই অধিবেশনে সভাপতির বক্তব্যে আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, আমরা যারা সুশাসন নিয়ে কথা বলি, আমাদের বলা হয়, বাস্তবতা বুঝতে হবে। আমরা শুধু বুঝতেই থাকলে পরিবর্তন কীভাবে হবে? সাভারের রানা প্লাজা ধসের তিন বছরপূর্তি স্মরণ করে তিনি বলেন, দুর্নীতি শুধু মানুষের ক্ষতিই করে না, মানুষকে হত্যাও করে। রানা প্লাজা ধস তার উদাহরণ। এ সময় তিনি আরও বলেন, আমাদের উন্নয়নের জন্য সবচেয়ে সস্তা শ্রম দিয়েও আজ মানুষ নিরাপত্তা পাচ্ছে না। আমরা মানুষের হত্যা ঠেকাতে পারছি না। সুলতানা কামাল বলেন, এ দেশে রানা প্লাজা ধস, তাজরীন ফ্যাশনসে আগুন, প্রতিদিন সড়ক দুর্ঘটনা এগুলো হতেই থাকবে, যদি সুশাসন নিশ্চিত না হয়। জনগণের সঙ্গে অংশীদারিত্ব ও অংশগ্রহণের ভিত্তিতে উন্নয়ন সম্ভব না হলে আমরা হিসাব মেলাতে পারব না। দেশের গণমানুষের কল্যাণে কাজ করতে না পারলে সে প্রবৃদ্ধি কোনো কাজে আসে না। অধিবেশনে মূল প্রবন্ধে বিআইডিএসের গবেষণা পরিচালক বিনায়ক সেন বলেন, এক সময়ে সিঙ্গাপুরে যখন গণতন্ত্র ছিল না, তখনো সেখানে সুশাসন ও জবাবদিহি ছিল। এ কারণে তাদের উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছা সম্ভব হয়েছে। আমাদেরও সমাজের সব পর্যায়ে ও স্তরে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিআইডিএসের সাবেক গবেষণা পরিচালক ড. আসাদুজ্জামান, ব্যারিস্টার তানিয়া আমীর প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর