শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
ইউপি নির্বাচন

ষষ্ঠ ধাপে ভোট গ্রহণ ৪ জুন

নিজস্ব প্রতিবেদক

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ৬ষ্ঠ ধাপে আগামী ৪ জুন ৭২৪টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল নির্বাচন কমিশন ৬ষ্ঠ ধাপের নির্বাচনের এ তফশিল ঘোষণা করেন। এ ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৯ মে, বাছাই ১১ ও ১২ মে এবং ১৩-১৫ মে আপিল দাখিল, ১৬-১৮ মে আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৯ মে। আগামী ২০ মে চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। এ ধাপের মধ্যদিয়েই তৃণমূলের এ নির্বাচনের সমাপ্তি ঘটবে। এদিকে ইউপি নির্বাচনের পঞ্চম ধাপের মনোনয়নপত্র দাখিলের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষদিন একদিন পিছিয়ে ২ মের পরিবর্তে ৩ মে করা হয়েছে। এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, ২৯ ও ৩০ এপ্রিল যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ ছাড়া ১ মে মে-দিবসের সরকারি বন্ধ রয়েছে। অর্থাৎ টানা তিন দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এসব বিবেচনায় পঞ্চম ধাপের মনোনয়নপত্র দাখিলের সময় একদিন পিছিয়ে ৩ মে করেছে কমিশন। এর আগে ২১ এপ্রিল দেশের ৭৩৩ ইউনিয়ন পরিষদে (ইউপি) তফসিল ঘোষণা করে ইসি। আসাদুজ্জামান জানান, পঞ্চম ধাপে ৩ মে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ ও ৫ মে। প্রত্যাহারের শেষ দিন ১২ মে এবং ভোটগ্রহণ করা হবে আগামী ২৮ মে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর