শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

মশাল ইনুর কাছেই থাকছে

নিজস্ব প্রতিবেদক

মশাল ইনুর কাছেই থাকছে

হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) দলীয় প্রতীক মশাল বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। এদিকে, মঈনউদ্দীন খান বাদলের নেতৃত্বাধীন জাসদ গঠনতন্ত্র অনুসরণ না করায় এ অংশের বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করণীয় নেই বলে জানিয়ে দিয়েছে ইসি। গতকাল জাসদ নেতা তথ্যমন্ত্রী  হাসানুল হক ইনুর ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসেনের কাছে প্রতীক বরাদ্দ-সংক্রান্ত চিঠি হস্তান্তর করেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা রৌশন আরা। গত ৬ এপ্রিল দুপক্ষের শুনানি শেষে গতকাল দুপক্ষের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ইসির সিদ্ধান্ত সংবলিত চিঠি পাঠানো হয়। মশাল প্রতীক বরাদ্দের বিষয়ে হাসানুল হক ইনু ও শিরীন আখতারের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, গত ১১-১২ মার্চ জাতীয় সম্মেলনে গঠনতন্ত্র অনুসারে কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করায় ইনুকে সভাপতি ও কার্যকরী কমিটির তালিকা ইসির কাছে পাঠানোয় তাদের মশাল প্রতীক বহাল রাখা হলো। শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বাদল-আম্বিয়া-প্রধানের কমিটি গঠনতন্ত্র অনুসারে না হওয়ায় ও প্রয়োজনীয় দলিলাদি দাখিল না করায় এ বিষয়ে ইসির করণীয় কিছু নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর