শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

শ্রমিক নিয়োগে শিগগিরই ঘোষণা মালয়েশিয়ার

প্রতিদিন ডেস্ক

বিদেশি শ্রমিক নিয়োগের ব্যাপারে শিগগিরই ঘোষণা দিতে যাচ্ছে মালয়েশিয়া। এ ব্যাপারে গত বৃহস্পতিবার রাতে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি বলেছেন, ‘পুনরায় বিদেশি শ্রমিক নেওয়ার বিষয়ে শিগগিরই ঘোষণা দেওয়া হবে।’ খবর মালয়েশিয়াভিত্তিক স্টার অনলাইনের।

মালয়েশিয়া রিটেইল চেইন অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে হামিদি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘বিদেশি শ্রমিকদের বিষয়টি নিয়ে আমি অবগত। আমি জানি যে অনেক খাতই ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ বিদেশি শ্রমিকদের জন্য ‘দরজা’ খুলতে উদ্যোক্তাদের তাগিদ দেওয়ার বিষয়টি জানিয়ে তিনি বলেন, ‘সরকার তাদের বক্তব্য শুনছে এবং যথাসময়ে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে।’ উল্লেখ্য, আগামী পাঁচ বছর বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে গত ফেব্রুয়ারিতে দুই দেশের সরকারে মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। তবে এর পর দিনই বিদেশি শ্রমিক নেওয়া স্থগিতের ঘোষণা দেয় মালয়েশিয়া। এতে বন্ধ হয়ে যায় বাংলাদেশি শ্রমিক নিয়োগ। মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তি রপ্তানির গুরুত্বপূর্ণ বাজার। বর্তমানে প্রায় ছয় লাখ বাংলাদেশি সেখানে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন।

সর্বশেষ খবর