শনিবার, ৭ মে, ২০১৬ ০০:০০ টা

জোড়া খুনে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আবার কথা বলবেন তদন্তকারীরা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কলাবাগানে জোড়া খুনের ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা জড়িত এমন কথা বলেই তৃপ্তির ঢেঁকুর তুলছে পুলিশ। ১২ দিন পেরিয়ে গেলেও কোনো খুনি গ্রেফতার নেই। তবে তদন্ত-সংশ্লিষ্টরা বলছেন, পুনরায় তারা ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলবেন। আর ঘাতকদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ব্যাগে থাকা দুটি মোবাইল ফোন নিহত জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়ের। অন্যদিকে, তদন্তে ধীরগতির কারণে এরই মধ্যে হতাশ হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

গত ২৫ এপ্রিল কলাবাগানে নিজ বাসায় ইউএসএইডের কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়কে নৃশংসভাবে খুন করে ঘাতকরা। এ দুজন ছাড়াও ওই বাসার নিরাপত্তারক্ষী পারভেজ মোল্লা এবং কলাবাগান থানার সহকারী উপ-পরিদর্শক মো. মমতাজকে কুপিয়ে গুরুতর আহত করে তারা। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নৃশংস খুনের প্রতিটি ঘটনায়ই অন্তত দুজন অভিজ্ঞ সদস্য অংশ নেয়। এরকম একজনকে ইতিমধ্যে সন্দেহ করা হচ্ছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তাকে গ্রেফতার করতে পারলে অনেক কিছুই উন্মোচন করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি। তদন্ত সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর ঘাতকদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ব্যাগ থেকে উদ্ধারকৃত দুটি মোবাইল ফোন জুলহাজ এবং তনয়ের বলে নিশ্চিত হওয়া গেছে। ঘাতকরা পরিকল্পনা করেই তাদের মোবাইল ফোনগুলো ছিনিয়ে নিয়ে গিয়েছিল। এর বাইরে ঘটনার তদন্তে পুনরায় প্রত্যক্ষদর্শী এবং মামলার সাক্ষীদের সঙ্গে কথা বলবেন তদন্ত সংশ্লিষ্টরা। নতুন করে বিশ্লেষণ করা হচ্ছে সিসিটিভি ফুটেজ। এ জন্য সাইবার এক্সপার্টদের সহায়তা নেওয়া হচ্ছে। এর আগে সম্প্রতি পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক পুলিশ সদর দফতরে গণমাধ্যম কর্মীদের বলেন, অতীতে খুনের পর যেভাবে সাইট ইন্টেলিজেন্সে ‘দায় স্বীকার’ করে বার্তা এসেছে, আর কর্মকৌশল দেখেই মনে হচ্ছে এই জোড়া খুন আনসারুল্লাহ বাংলাটিম ঘটিয়েছে।

সর্বশেষ খবর