শনিবার, ৭ মে, ২০১৬ ০০:০০ টা

অনুষ্ঠান কোচিং সেন্টারের, অতিথি দুই মন্ত্রী

আকতারুজ্জামান

শিক্ষা মন্ত্রণালয় থেকে নীতিমালা করে কোচিং বাণিজ্য নিষিদ্ধ করা হলেও গতকাল রাজধানীর এক কোচিং সেন্টারের অনুষ্ঠানে যোগ দিয়েছেন সরকারের দুই প্রভাবশালী মন্ত্রী। গতকাল আগারগাঁও শেরেবাংলা নগরে গ্রন্থাগার অডিটরিয়ামে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ‘টেকনিক টিচিং হোম’  আয়োজিত সংবর্ধনায় যোগ দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল অনুষ্ঠান স্থলে গিয়ে দেখা যায়, জুনিয়র শিক্ষা সমাপনী (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনীতে (পিইসি) জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের জন্যই এ সংবর্ধনা। সকাল ১০টার পর পরই সেখানে উপস্থিত হন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। ১১টার পর পর অনুষ্ঠানে যোগ দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ও উদ্বোধক ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড কমিশনার হুমায়ুন রশিদ (জনি)। কোচিংয়ের প্রতিষ্ঠাতা পরিচালক সুমন রেজা তার বক্তব্যে বলেন, ‘আমরা ধন্য হয়েছি যে, সরকারের দুই মন্ত্রী আমাদের অনুষ্ঠানে এসেছেন।’ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘এমন আয়োজনের জন্য টেকনিক টিচিং হোমকে ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানানোয় আমি ধন্য।’ পরে নৌকা আকৃতির একটি ক্রেস্ট গ্রহণ করে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। তবে তথ্যমন্ত্রী তার দীর্ঘ বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সদুপদেশ দেন। একপর্যায়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান তথ্যমন্ত্রী। শপথবাক্যে তিনি বলেন, ‘বেকার ছেলে, সিগারেট খায়, মাদক সেবন করে এমন ছেলেদের মেয়েরা বিয়ে করবে না। ১৮ বছরের নিচের ছেলে-মেয়েরা তোমরা বন্ধুত্ব করবে, কিন্তু প্রেম করবে না। ১৮ বছরের আগে বিয়ে করবে না এবং ২০ বছরের আগে বাচ্চা নেবে না।’ তিনি বলেন, ‘শিক্ষকরা মোমবাতির মতো। তারা আলো দিয়ে ক্ষয়ে যায়। তারা খোলা জানালার মতো। এই জানালা দিয়ে তোমাদের সোনালি ভবিষ্যৎ দেখতে হবে।’ কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালকের বক্তব্য থেকে জানা যায়, রাজধানীর মিরপুরে পশ্চিম শেওড়াপাড়া এই কোচিংয়ে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৯৬টি ব্যাচে কোচিং করানো হয়। বিভিন্ন স্কুলের তিন হাজারের বেশি শিক্ষার্থী এখানে কোচিং করে। কোচিংয়ে পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকরা এ প্রতিবেদককে জানান, শ্রেণিভেদে শিক্ষার্থীদের কাছ থেকে মাসে দুই থেকে চার হাজার টাকা নেয় এই প্রতিষ্ঠানটি। গতকাল এ প্রসঙ্গে জানার জন্য শিক্ষা সচিব সোহরাব হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সরকার কোচিং নিষিদ্ধ করেছে। আমরা কোচিং বাণিজ্য বন্ধ করতে চেষ্টা করে যাচ্ছি। শিক্ষা আইন হচ্ছে। এটি হলে কোচিং পুরোপুরি বন্ধ করা সহজ হবে।

সর্বশেষ খবর